ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ঈদুল আজহায় অথবাডটকমের মেগা ক্যাম্পেইন

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৫২ এএম, ০৮ জুন ২০২৩

ঈদুল আজহা উপলক্ষে ই-কমার্স সাইট অথবাডটকম আয়োজন করেছে ঈদ মেগা সেল। মেগা ক্যাম্পেইনে থাকছে লাখেরও বেশি পণ্যে আকর্ষণীয় ছাড়, জিরো পার্সেন্ট ইএমআই সুবিধা এবং ফ্রি ডেলিভারি অফার। এছাড়াও প্রতিদিনই থাকছে ডেইলি সুপার ডিলস।

শুধু তাই নয়, গ্রাহকদের কেনাকাটা আরও সহজ করতে ইবিএল ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ড পেমেন্টে থাকছে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিস্কাউন্ট*, বিকাশ পেমেন্টে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক* এবং কমিউনিটি ব্যাংক ক্রেডিট কার্ড পেমেন্টে থাকছে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক*।

‘ঈদ মেগা সেল’ ছাড়াও অথবাডটকমে চলছে অনলাইন গরুর হাট। ঘরে বসে সুলভমূল্যে খুব সহজেই কোরবানির পশু কেনা যাবে অথবাডটকম থেকে।

তাই দেরি না করে এখনই ভিজিট করুন

এমআরএম/এএসএম