ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

দিনে ১০ শতাংশ বাড়ছে ট্রাস্ট লাইফের শেয়ারের দাম

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫১ পিএম, ০৩ জুন ২০২৩

গত সপ্তাহ ঊর্ধ্বমুখী প্রবণকার মধ্য দিয়ে পার করেছে দেশের শেয়ারবাজার। এই ঊর্ধ্বমুখী বাজারে সপ্তাহজুড়ে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে নতুন তালিকাভুক্ত ট্রাস্ট ইসলামী লাইফ। সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের প্রতি কার্যদিবসেই কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করে। ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে এই প্রতিষ্ঠানটির শেয়ার।

শুধু গত সপ্তাহ নয় শেয়ারবাজারে লেনদেন শুরুর পর থেকে প্রতিদিনই দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে এই জীবন বিমা কোম্পানিটি। শেয়ারবাজারের নিয়ম অনুযায়ী, একদিনে কোম্পানিটির শেয়ার দাম সর্বোচ্চ ১০ শতাংশ বাড়তে পারে। গত ১১ মে থেকে শেয়ারবাজারে লেনদেন শুরুর পর এখন পর্যন্ত প্রতিটি কার্যদিবসেই দিনের সর্বোচ্চ দামে কোম্পানিটির শেয়ারের বিপুল ক্রয় আদেশ এসেছে। অপরদিকে, প্রতিদিনই শূন্য পড়ে থেকেছে বিক্রয় আদেশের ঘর।

এভাবে দাম বাড়ায় এক মাসের কম সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৩৪৯ শতাংশ। এতে ১০ টাকা দামের প্রতিটি শেয়ারের দাম ৪৪ টাকা ৯০ পয়সায় উঠে গেছে। প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) সাধারণ বিনিয়োগকারীরা কোম্পানিটির মাত্র ৩৭টি করে শেয়ার পেয়েছেন।

গেল সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের প্রতি কার্যদিবসেই ট্রাস্ট ইসলামী লাইফের শেয়ারের দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করায় এক সপ্তাহেই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৫৯ দশমিক ৭৯ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ১৬ টাকা ৮০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৪৪ টাকা ৯০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ২৮ টাকা ১০ পয়সা।

সরকারি ট্রেজারি বন্ড, পুঁজিবাজারে বিনিয়োগ, এফডিআর বিনিয়োগ এবং ইস্যু ব্যবস্থাপনা বাবদ খরচ করতে আইপিওতে শেয়ার ছেড়ে ১৬ কোটি টাকা উত্তোলন করেছে ট্রাস্ট লাইফ। এ জন্য আইপিওতে কোম্পানিটি ১০ টাকা করে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যু করে।

এদিকে, শেয়ারের দাম বাড়ার পরও বিনিয়োগকারীদের বড় অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করতে চাননি। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে মাত্র ৮ লাখ ৪১ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ১ লাখ ৬৮ হাজার টাকা।

গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আলিফ ইন্ডাস্ট্রিজ। গত সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৩৬ দশমিক ১৪ শতাংশ। এর পরের স্থানটিতে রয়েছে নার্দান জুট মেনুফ্যাকচারিং। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৩০ দশমিক ৭৯ শতাংশ।

এ ছাড়া দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা ন্যাশনাল টি’র ২৮ দশমিক ১৭ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২৬ দশমিক ১৯ শতাংশ, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের ২৪ দশমিক ৩৩ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচ্যুয়াল ফান্ডের ২১ দশমিক ৭১ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১৮ দশমিক ৭৪ শতাংশ, দেশবন্ধু পলিমারের ১৮ দশমিক ২৮ শতাংশ এবং ইন্ট্রাকো রিফুয়েরিং স্টেশনের ১৬ দশমিক ৯২ শতাংশ দাম বেড়েছে।

এমএএস/এসএনআর/এএসএম