ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ছয় ঘণ্টা বিঘ্নিত হবে নগদের সেবা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২৫ পিএম, ০১ জুন ২০২৩

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) নগদ-এর সিস্টেম আপডেটের কারণে আজ রাত ১২টা থেকে ভোর ছয়টা পর্যন্ত সেবা বিঘ্নিত হবে।

বৃহস্পতিবার (১ জুন) বিকেলে এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।

এতে বলা হয়, ০২ জুন রাত ১২টা থেকে ভোর ছয়টা পর্যন্ত সিস্টেম আপডেটের কারণে আমাদের সার্ভিস সাময়িকভাবে বিঘ্নিত হবে।

সাময়িক এ অসুবিধার জন্য নগদ কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে ভবিষ্যতে আরও উন্নত সেবা দেওয়ার জন্য গ্রাহকদের কাছে নগদ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে।

আইএইচআর/জেএইচ/জেআইএম