ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

রাজউক ট্রেড সেন্টার

বিএসটিআই’র অভিযানে নিষিদ্ধ ১৭ ব্র্যান্ডের রং ফর্সাকারী ক্রিম জব্দ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:৩৬ পিএম, ২২ মে ২০২৩

রাজধানীর খিলক্ষেতে মোবাইল কোর্ট পরিচালনা করে সিএম লাইসেন্স গ্রহণ না করেই ‘স্কিন ক্রিম’ বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে রাজউক ট্রেড সেন্টারের ফেদার টাচকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ওই মার্কেটে পাওয়া সব অবৈধ এবং নিষিদ্ধ স্কিন ক্রিম নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

এছাড়াও একই এলাকায় অবস্থিত নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার অ্যান্ড সিএনজি ফিলিং স্টেশন এবং ঢাকা ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে সঠিক পাওয়া যায়।

মোবাইল কোর্ট বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকারের নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জান্নাতুল নাঈম উপস্থিত ছিলেন।

এমএইচআর