ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

এফবিসিসিআই’র সাবেক সভাপতি

বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এখনো শতভাগ গ্যাস-বিদ্যুৎ নিশ্চিত হয়নি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০০ পিএম, ২০ মে ২০২৩

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) বলেছেন, সরকার গৃহীত বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে এখনো গ্যাস-বিদ্যুৎ, পরিবহনসহ অন্যান্য সেবার শতভাগ নিশ্চিত করা যায়নি। এসব বিষয় বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সব সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, এ বিষয়টি আমাদের উদ্যোক্তাদের শিল্পাঞ্চলে কল-কারখান স্থাপনে উৎসাহিত করবে।

শনিবার (২০ মে) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘জ্বালানি নিরাপত্তা: ভবিষ্যতের নিশ্চয়তা’ শীর্ষক স্টেকহোল্ডার ডায়ালগে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএলের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন, ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) সভাপতি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় প্রমুখ।

শফিউল ইসলাম (মহিউদ্দিন) বলেন, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে জ্বালানি প্রাপ্তিতে স্বল্পতা এবং সরবরাহব্যবস্থা বিঘ্নিত হয়েছে এবং হচ্ছে। এ কারণে বিশ্বব্যাপী জ্বালানির মূল্য উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর ফলে স্থানীয় বাজারে দ্রব্যমূল্য বাড়ায় মূল্যস্ফীতি বেড়েছে। এর সঙ্গে বেড়েছে সাধারণ মানুষের ভোগান্তি।

তিনি বলেন, বিদ্যমান পরিস্থিতিতে দেশের শিল্পখাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতকল্পে সরকারকে আরও কৌশলী হওয়া ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে আরও উদ্যোগ হওয়া আহ্বান জানান। যেসব শিল্পপ্রতিষ্ঠানে অবৈধ গ্যাস-বিদ্যুৎ সংযোগ রয়েছে তা বিচ্ছিন্নকরণে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান তিনি। এটা বন্ধ করা না গেলে সত্যিকারের উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, অনেক বড় বড় কারখানা রয়েছে। যারা একটি গ্যাস লাইনের অনুমোদন নিয়েছে। কিন্তু আরও একটি অবৈধ বাইপাস লাইন করে গ্যাস নিচ্ছেন। তাদের কারণে অন্যরাও গ্যাস পাচ্ছেন না। তিনি বলেন, আমরা চাই অবৈধ লাইনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কারখানা হলে শিল্প গড়ে উঠলে অর্থনীতি বড় হবে।

ইএআর/এমএএইচ/এএসএম