ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

গুলিস্তান ফুটপাত

২০০-৫০০ টাকায় পাঞ্জাবি-শার্ট, ৫০০ টাকায় মিলছে শাড়ি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ১৯ এপ্রিল ২০২৩

শুধু নিম্নআয়ের মানুষই নয়, স্বল্প বাজেটে অনেকেরই কেনাকাটার প্রিয় ঠিকানা রাজধানীর গুলিস্তানের ফুটপাত। ঈদুল ফিতরকে সামনে রেখে এ ফুটপাতে কেনাবেচাও জমে উঠেছে। পোশাক থেকে শুরু করে প্রয়োজনীয় অনেক কিছুই পাওয়া যায় এখানে।

বুধবার (১৯ এপ্রিল) দুপুর থেকেই গুলিস্তানের ফুটপাতে কেনাকাটায় ভিড় লেগেছে। প্রচণ্ড গরম উপেক্ষা করে হাজার হাজার মানুষ কিনতে এসেছেন পছন্দের জিনিসটি।

গুলিস্তানের ফুটপাতে প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, জুতা, বেল্ট, শিশুদের পোশাক, লুঙ্গি, মেয়েদের পোশাক, ট্রাউজার, পায়জামা, টি-শার্ট, ঘড়ি, শাড়ি, মানিব্যাগ, চশমা সবই মেলে। দামেও অন্যান্য মার্কেটের তুলনায় সস্তা। এখানে এসে আপনি নতুন টাকাও কিনে নিতে পারবেন।

গুলিস্তানে ২০০ থেকে ৫০০ টাকায় প্যান্ট কেনা যাচ্ছে। ১৫০ থেকে ৫০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের শার্ট। ২০০ থেকে ৫০০ টাকায় মিলছে পাঞ্জাবি। গেঞ্জি বা টি-শার্ট পাবেন ১০০ থেকে ২৫০ টাকার মধ্যে, ৫০ টাকায় পাবেন সেন্ডো গেঞ্জি। ১৫০ থেকে ৫০০ টাকায় পাবেন জুতা। নতুন কেডস পাবেন এক হাজার থেকে দুই হাজার টাকার মধ্যে।

আরও পড়ুন>> শেষ সময়ে টুকিটাকির দোকানে জমজমাট বেচাকেনা

চায়না কাপড়ের বেল্ট পাবেন ৫০ টাকায়। এছাড়া অন্যান্য বেল্টের দাম পড়বে ১৫০ থেকে ৩০০ টাকা। ৩০০ টাকায় মিলছে লুঙ্গিও। শিশুদের গেঞ্জি ১২০ টাকা, শার্ট পাবেন ২০০ টাকায়। মেয়ে শিশুদের জামা ২০০ টাকা থেকে এক হাজার টাকা। ৫০০ থেকে ৭০০ টাকায় পাওয়া যাচ্ছে শাড়ি। ঘড়ির দাম পড়বে ১৫০ টাকা থেকে এক হাজার টাকা। ১৫০ থেকে ৫০০ টাকায় পাবেন সানগ্লাস। ৩০ টাকা থেকে ১৫০ টাকায় মিলবে জাঙ্গিয়া।

গুলিস্তানে এখন নতুন টাকার রমরমা ব্যবসা। ভিড় করে নতুন টাকা কিনছেন মানুষ। নতুন ২০ টাকার নোটের দুই হাজার টাকা কেনা যাচ্ছে দুই হাজার ২৫০ টাকায়। ১০ টাকার নোটের এক হাজার এক হাজার ২৫০ টাকা, ১০০ টাকার নোটের এক হাজার টাকা এক হাজার ৩০ টাকায় বিক্রি হচ্ছে। ৫০ টাকার নতুন নোটের দুই হাজার টাকা নিতে হলে বাড়তি ১০০ টাকা দিতে হচ্ছে।

আরও পড়ুন>> ঈদে ডিএনসিসি মার্কেটে যে কারণে ক্রেতা কম

গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে ৪০০ টাকা করে শার্ট বিক্রি করছিলেন শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘বেচাকেনা ভালোই হচ্ছে। তয় গরম কম হইলে আরও ভালো হইতো। গরমে তো মানুষ বাইরে টিকতেই পারছে না।’

১০০ টাকা করে গেঞ্জি বা টি-শার্ট বিক্রি করছেন আরিফ। তিনি বলেন, ‘বেচাকেনা চলতাছে। কিন্তু পুলিশ আইসা মাঝে মাঝেই ঠেইলা-ঠুইল্লা দিতাছে। কারণ ভিআইপিরা আসা-যাওয়া করতাছে। এখন গরম বেশি, সন্ধ্যার পর বেচাকেনা আরও ভালো অইবো।’

যাত্রাবাড়ীর রায়েরবাগ থেকে সন্তানের জন্য কেনাকাটা করতে এসেছেন ইলিয়াস মিয়া। তিনি সিএনজি অটোরিকশাচালক। ইলিয়াস বলেন, আমরা এক মেয়ে, এক ছেলে। ছেলের বয়স পাঁচ বছর। মেয়ের জন্য মেয়ের মা কিনেছে। আমি ছেলের জন্য জামা-কাপড় কিনতে এসেছি। সুবিধামতো পাইলে আমার নিজের জন্যও কিনবো। আমাদের বাজেট কম, এখানে একটু কমে পামু তাই আসছি।

আরও পড়ুন>> সদরঘাটে ঘরমুখো মানুষের ভিড়

জিন্স প্যান্ট বিক্রি করছেন শরিফুল ইসলাম। তার দোকানে ২০০ থেকে ৫০০ টাকায় মিলছে গ্যাবাডিন ও জিন্স প্যান্ট। শরিফুল বলেন, ‘বেচাবিক্রি খারাপ না। কিন্তু খুব কষ্ট হচ্ছে গরমে। আগামী কয়েকদিন বিক্রি আরও বাড়বো। অনেকেই শেষে কিনবো। আমাদের এখানের মতো কম দামে কোথাও প্যান্ট পাইবেন না। যারা কমে কিনতে চান, তাগো গুলিস্তানে আইতে অইবোই।’

গুলিস্তান এলাকার সিটি করপোরেশনের ঢাকা ট্রেড সেন্টার, ফুলবাড়িয়া সুপার মার্কেট, পীর ইয়ামেনী মার্কেট, খদ্দর বাজার শপিং কমপ্লেক্স, গুলিস্তান শপিং কমপ্লেক্স, গ্যানিস সুপার মার্কেটে বেচাকেনা জমে উঠেছে। এসব মার্কেট ঘুরেও ক্রেতার বিপুল ভিড় দেখা গেছে।

আরও পড়ুন>> চাঁদ দেখা যেতে পারে শুক্রবার, জানালো আবহাওয়া অধিদপ্তর

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ বা ২৩ এপ্রিল দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী শুক্রবার (২১ এপ্রিল) দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে। সেক্ষেত্রে শনিবারই (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে।

আরএমএম/এএএইচ/এএসএম