রেলপথ-অবকাঠামো সংস্কারে ২৩০০ কোটি টাকা দিতে প্রস্তুত এডিবি
রেলপথ-পানি নিষ্কাশন ও সড়ক অবকাঠামো সংস্কার সংক্রান্ত পাঁচ প্রকল্পের আওতায় ২৩ কোটি ডলার ঋণ দিতে প্রস্তুত এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার সমান ১০০ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২ হাজার ৩০০ কোটি টাকা।
বৃহস্পতিবার (৩০ মার্চ) শেরেবাংলা নগর পরিকল্পনা মন্ত্রণালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিংয়ের সঙ্গে এক সাক্ষাৎ শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নানা ধরনের পাঁচ প্রকল্পে ২৩ কোটি ডলার দিতে চায় এডিবি। এডিবি টাকা নিয়ে প্রস্তুত, আমরা রেডি হলেই এটা ছাড় হয়ে যাবে। বন্যায় দেশে সড়ক, খাবার পানি ও রেলপথের অনেক ক্ষতি হয়েছে। এসব কাজে এডিবি আমাদের সহায়তা দেবে।
আরও পড়ুন>> ব্যয় ৪১ হাজার কোটি টাকা, এডিবি-চীন থেকে ঋণ চায় সরকার
তিনি আরও বলেন, এডিবি বাজেট সহায়তাও দেয়। এডিবি চায় জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার হোক। এটা আমাদেরও প্রত্যাশা, কারণ এনবিআর সংস্কার না হলে আমাদের টার্গেট কিভাবে পূরণ হবে?
গিনটিং বলেন, বাংলাদেশকে সহায়তা দিতে আমরা প্রস্তুত। আমরা সবসময় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকি। বন্যায় দেশের অনেক ক্ষতি হয়েছে। এসব অবকাঠামো সংস্কারে আমরা সহায়তা দেবো। আমরা সরকারকে বলেছি এনবিআর সংস্কারের জন্য।
সাক্ষাৎকালে এডিবি ঢাকা অফিসের বহিঃসম্পর্ক বিভাগের প্রধান গোবিন্দ বার উপস্থিত ছিলেন।
এমওএস/ইএ/এএসএম