ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সরকারি কর্মকর্তারা পাবেন ১১২ আবাসিক ফ্ল্যাট, ব্যয় ৯৮ কোটি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০১ পিএম, ২১ মার্চ ২০২৩

বাংলাদেশ সংসদ সচিবালয়ের সরকারি কর্মকর্তাদের জন্য রাজধানীর আগারগাঁওয়ে ১১২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে। এতে ব্যয় হবে ৯৮ কোটি টাকা। জানুয়ারি ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৫ মেয়াদে আগারগাঁওয়ের তালতলা এলাকায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

স্বাস্থ্যসম্মত আবাসন ব্যবস্থার মাধ্যমে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে আরও উন্নত সেবা পেতে এবং সরকারি অব্যবহৃত জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতেই এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) চলতি অর্থবছরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ১০ম সভায় এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় অনুমোদনের জন্য যেসব প্রকল্প উপস্থাপন করা হয় সেগুলোতে নতুন করে ব্যয় বাড়বে এক হাজার ৩০৫ কোটি টাকা। এছাড়া আজকের একনেকে অনুমোদন পাওয়া ৯টি প্রকল্পে মোট ব্যয় দাঁড়াবে চার হাজার ৬০১ কোটি টাকা। সভাশেষে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

একনেক সভা জানানো হয়, সরকারি কর্মকর্তাদের উন্নত ও স্বাস্থ্যসম্মত বাসস্থান নিশ্চিত করার মাধ্যমে তাদের কাছ থেকে আরও উন্নত সেবা পাওয়া এবং সরকারি অব্যবহৃত জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা হবে।

প্রকল্পের আওতায় এক হাজার ২৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাট বিশিষ্ট একটি ১৫ তলা ভবন এবং এক হাজার বর্গফুট আয়তনের ফ্ল্যাট বিশিষ্ট আরও একটি ১৫ তলা ভবন নির্মাণ করা হবে। সাব-স্টেশন ভবন কাম পিডব্লিউডি অফিস, এক লাখ গ্যালন ধারণ ক্ষমতা বিশিষ্ট ভূগর্ভস্থ জলাধার (অগ্নি নির্বাপক ব্যবস্থার জন্য) এবং একটি ডিপ টিউবওয়েল স্থাপন করা হবে। এছাড়া পানি সরবরাহ, এসটিপি এবং পয়োনিষ্কাশন ব্যবস্থা করা হবে। ২০ হাজার গ্যালন বৃষ্টির পানি সংরক্ষণ, অভ্যন্তরীণ রাস্তা ও ফুটপাথ, মাস্টার ড্রেন ও বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হবে।

প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের স্বাস্থ্যসম্মত বাসস্থান নিশ্চিত করার মাধ্যমে তাদের কাছ থেকে আরও উন্নত সেবা পাওয়া সম্ভব হবে বলে জানানো হয়েছে।

‘ঢাকাস্থ আগারগাঁও-এ বাংলাদেশ সংসদ সচিবালয়ের সরকারি কর্মকর্তাদের জন্য ১১২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি সম্পূর্ণ সরকারি তহবিলের (জিওবি) অর্থায়নে মোট ৯৮ কোটি টাকা ব্যয়ে অনুমোদন দেওয়া হয়েছে।

এমওএস/এমকেআর/জেআইএম