ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ফেব্রুয়ারিতে ফের বাড়লো মূল্যস্ফীতি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ১২ মার্চ ২০২৩

চলতি বছরের জানুয়ারি মাসে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৫৭ শতাংশ। ফেব্রুয়ারিতে সাধারণ মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে ৮ দশমিক ৭৮ শতাংশ

গত বছরের (২০২২) জানুয়ারি মাসে এই হার ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ। এক বছরের ব্যবধানে মূল্যস্ফীতির হার বেড়েছে ৪৬ শতাংশ। নানা কারণে মূল্যস্ফীতি বাড়তেই থাকে। মূল্যস্ফীতি কখনো পূর্বের অবস্থায় ফেরে না বলে এর আগে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।

রোববার (১২ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া ডিসেম্বর মাসের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) হালনাগাদ তথ্যে এমনটা বলা হয়েছে। খাদ্য খাতে একই সময়ে মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে ৮ দশমিক ১৩, গতমাসে যা ছিল ৭ দশমিক ৭৬ শতাংশ। ফেব্রুয়ারিতে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ৯ দশমিক ৮২ শতাংশ হয়েছে, গত মাসে যা ছিল ৯ দশমিক ৮৪ শতাংশ।

আরও পড়ুন: এক বছরে মূল্যস্ফীতি বেড়েছে ৪৬ শতাংশ: পরিকল্পনা প্রতিমন্ত্রী 

বিবিএসের মূল্যস্ফীতির হার পর্যালোচনা করে দেখা গেছে, ফেব্রুয়ারি মাসে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কমেছে ও খাদ্যে মূল্যস্ফীতির হার বেড়েছে। প্রসাধন সামগ্রী, জুতা, পরিধেয় বস্ত্র, বাড়িভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি পণ্য, চিকিৎসা সেবা, পরিবহন, শিক্ষা উপকরণ এবং বিবিধ সেবাখাতের মূল্যস্ফীতির হার কমেছে।

হালনাগাদ তথ্য অনুযায়ী, চাল, ডাল, মাছ, মাংস, ব্রয়লার মুরগি, শাক-সবজি, ফল, মসলা, দুগ্ধজাতীয় ও অন্যান্য খাদ্যসামগ্রী কিনতে বিপাকে পড়ছেন ক্রেতারা।

এমওএস/এমএইচআর/জিকেএস