বাণিজ্যমেলায় তার্কিশ প্যাভিলিয়নে মুগ্ধ ক্রেতা-দর্শনার্থীরা
জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। মেলার স্টলগুলোতে দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়। মেলা উপলক্ষে এবার বিভিন্ন স্টলে শোভা পেয়েছে নানা সামগ্রী। আবার এসব পণ্যে মিলছে বিশেষ ছাড়। এরমধ্যে আবার মেলায় ক্রেতা-দর্শনার্থীদের আকৃষ্ট করেছে তার্কিশ প্যাভিলিয়ন।
শনিবার (২১ জানুয়ারি) বিকেলে তার্কিশ প্যাভিলিয়নে গিয়ে দেখা যায়, সেখানে দর্শনার্থীদের ভিড়। কেউ প্যাভিলিয়নটিতে প্রবেশ করে ছবি তুলছেন, আবার কেউ কেনাকাটা করছেন।
জানা যায়, মেলা উপলক্ষে তার্কিশ প্যাভিলিয়নের প্রত্যেকটি পণ্যে ২৫ শতাংশ ছাড় চলছে। এগুলোর মধ্যে ছাড় দিয়ে ওয়াল হ্যাঙ্গিং ২০০ টাকা থেকে ৬ হাজার টাকা, সিরামিক পণ্য ৪০০ টাকা থেকে ৯ হাজার টাকা, ঝাড়বাতি ২ হাজার ৬০০ টাকা থেকে ১ লাখ ৮০ হাজার টাকা, কপারের তৈরি পণ্য ৭০০ টাকা থেকে ৩ হাজার ৫০০ টাকা, লেদারের ব্যাগ ৫০০ টাকা থেকে ৬ হাজার ৫০০ টাকা, ক্রিস্টাল গ্লাসের সার্ভিসিং বল ২ হাজার টাকা থেকে ৮ হাজার টাকা, তুর্কি মেলামাইনের পণ্য ৪০০ টাকা থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: বাণিজ্যমেলায় ক্রেতাদের পছন্দের শীর্ষে আরএফএলের ফার্নিচার
মেলায় আসা জারিন তাসনিম নামে এক দর্শনার্থী বলেন, অনেকেই বাণিজ্যমেলার এই প্যাভিলিয়নটির ছবি ইন্টারনেটে শেয়ার করেছে। ঝাড়বাতিগুলো এখানকার সৌন্দর্য বৃদ্ধি করেছে। আমিও কয়েকটি ছবি তুলেছি এবং এখান থেকে একটি ওয়াল হ্যাঙ্গিং কিনেছি।
প্যাভিলিয়নটির ইনচার্জ মো. নাসির হোসাইন বলেন, মেলার প্রথম দিন থেকেই আমরা ক্রেতাদের প্রচুর সাড়া পাচ্ছি। আশা করছি গতবারের তুলনায় এবার আমরা ভালো করতে পারবো। মেলা উপলক্ষে প্রত্যেকটি পণ্যে নানা অফার দিচ্ছি আমরা।
আরও পড়ুন: বাণিজ্যমেলায় বাড়ছে ক্রেতা, ছুটির দিনে ভিড় বেশি
পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) হচ্ছে বাণিজ্যমেলা। এটি বাণিজ্যমেলার স্থায়ী ভেন্যু। মেলার প্রধান ফটক করা হয়েছে মেট্রোরেলের আদলে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে মেলার আয়োজন করেছে।
মাসব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত চলবে মেলা। এবার মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্ত বয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। মেলার টিকিট অনলাইনে কিনলে ৫০ শতাংশ ছাড় রয়েছে।
আরও পড়ুন: বাণিজ্যমেলায় হামনাহ স্টলে ক্রেতাদের উপচেপড়া ভিড়
রাশেদুল ইসলাম রাজু/জেডএইচ/জেআইএম