ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বাণিজ্যমেলায় ক্রেতা টানতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে মিনিস্টার

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৬:০২ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় আকর্ষণীয় অফার দিচ্ছে মিনিস্টার গ্রুপ। তবে অফারের পরও ক্রেতাদের তেমন সাড়া মিলছে না বলে জানিয়েছেন বিক্রেতারা। বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে মেলায় মিনিস্টারের স্টল ঘুরে এমন তথ্য জানা গেছে।

মিনিস্টারের বিক্রেতারা জানান, মেলা উপলক্ষে পণ্যভেদে ২২ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। এর মধ্যে ৪০ শতাংশ ছাড় দিয়ে ৫৫ ইঞ্চি টিভি ৪০ হাজার টাকা, ৫০ শতাংশ ছাড়ে ৬০০ লিটারের ফ্রিজ ৭৬ হাজার ৮৮১ ও ২২ শতাংশ ছাড়ে এসি (টনপ্রতি) ৩৫ হাজার ৬৯০ টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়া ওয়াশিং মেশিন ২৩ হাজার ৭০০ টাকা, ব্লেন্ডার পাঁচ হাজার ২৭০, তিন লিটারের রাইস কুকার দুই হাজার ৮৮১ ও মাইক্রোওভেন ১০ হাজার ৯৬৫ টাকায় বিক্রি করা হচ্ছে।

বাণিজ্যমেলায় ক্রেতা টানতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে মিনিস্টার

আরও পড়ুন: বাণিজ্যমেলায় হাইটেকের ফার্নিচারে ১৫ শতাংশ ছাড়

স্টলে আসা ক্রেতা নেওয়াজ শরীফ সাদী বলেন, ব্যস্ততার কারণে এতদিন মেলায় আসা হয়নি। আজ প্রথম আসলাম। মেলা থেকে ইলেকট্রনিক্সের কিছু জিনিসপত্র কিনবো। বিভিন্ন স্টল ঘুরে দেখছি। এখনো তেমন কিছু পছন্দ হয়নি। তবে মিনিস্টারের পণ্যগুলো ভালো লেগেছে। কিছুদিন পর আরও ছাড় দিতে পারে। ভাবছি কয়েকদিন পরই কিনবো।

আরও পড়ুন: বাণিজ্যমেলায় ১০ শতাংশ ছাড়ে ওয়ালটনের পণ্য বিক্রি

স্টলের ম্যানেজার আসমাউল হোসেন দিহান বলেন, অন্য সব কোম্পানির তুলনায় আমাদের এখানে দর্শনার্থী প্রচুর ভিড় করছেন। তবে এবারের মেলায় আমাদের অবস্থা ভালো যাচ্ছে না। আমরা বিভিন্ন পণ্যে আকর্ষণীয় ছাড় দিয়েছি, যা অকল্পনীয়। তবুও বিক্রি বাড়েনি। আশা করছি, আগামী দিনগুলোতে ক্রেতাদের ভালো সাড়া পাবো।

বাণিজ্যমেলায় ক্রেতা টানতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে মিনিস্টার

আরও পড়ুন: বাণিজ্যমেলায় ১৩০ টাকায় মিলছে ক্রোকারিজ পণ্য

এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, নেপালসহ ১২ দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন। মেলায় ১৭ বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় দেশ-বিদেশের মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে।

রাশেদুল ইসলাম রাজু/এএএইচ/জেআইএম