ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সূচকের পতন, বেড়েছে লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০২ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ জানুয়ারি) শেয়ারবাজারে মূল্যসূচকের বড় উত্থান হলেও দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ জানুয়ারি) আবার পতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইতে) সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি দরপতনের তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।

দিনের লেনদেন শেষে সবকটি মূল্যসূচক কমলেও এদিন লেনদেন শুরুর দিকে সূচক ঊর্ধ্বমুখী থাকে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে লেনদেন শুরু হওয়ায় প্রথম মিনিটেই ডিএসইর প্রধান সূচক ৫ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের প্রথম আধাঘণ্টা সূচকের এ ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে।

আরও পড়ুন>> শেয়ারবাজারে দরপতন চলছেই, ৩০০ কোটি টাকার নিচে লেনদেন

তবে প্রথম আধাঘণ্টার লেনদেন শেষ হতেই বদলে যেতে থাকে শেয়ারবাজারের চিত্র। দাম বাড়ার তালিকা থেকে একের পর এক প্রতিষ্ঠান দরপতনের তালিকায় নাম লেখায়। ফলে দেখতে দেখতে ঋণাত্মক হয়ে পড়ে সূচক। সূচকের এ ঋণাত্মক ধারা অব্যাহত থাকে লেনদেনের শেষপর্যন্ত।

এতে দিনের লেনদেন শেষে ডিএসইতে ৬১ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১১৬টির। আর ১৭৫টির দাম অপরবর্তিত রয়েছে। ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ৬ হাজার ২৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ২ হাজার ২০১ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ১ হাজার ৩৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরও পড়ুন>> শেয়ারবাজারের ওপর আস্থা হারানোর সুযোগ নেই: বিএসইসি কমিশনার

দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৭১৩ কোটি ৭৬ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৭১১ কোটি ২৯ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ২ কোটি ৪৭ লাখ টাকা। এর মাধ্যমে বছরের ১৪ নভেম্বরের পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হলো। গত বছরের ১৪ নভেম্বর ডিএসইতে ৭১৪ কোটি টাকার লেনদেন হয়।

ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের শেয়ার। কোম্পানিটির ৬৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪৬ কোটি ৭২ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার।

আরও পড়ুন>> বছরের দ্বিতীয়দিনে তলানিতে লেনদেন, আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ওরিয়ন ফার্মা, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং, বিডিকম অনলাইন, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, ইস্টার্ন হাউজিং, নাভানা ফার্মা ও সি পার্ল বিচ রিসোর্ট।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১৭ কোটি ২৯ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ২০২টি প্রতিষ্ঠানের মধ্যে ৪০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৫টির এবং ৯৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

এমএএস/এমএএইচ/এএসএম