ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বাণিজ্যমেলায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকা না থাকায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক (অভিযোগ) মাসুম আরেফিনের নেতৃত্বে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বাণিজ্যমেলায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

jagonews24

পণ্যের মূল্য তালিকা না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ১০ ফার্মেসিকে জরিমানা

আরও পড়ুন: বাণিজ্যমেলায় ১৪ দিনে জরিমানা ৪৬ হাজার টাকা

অভিযানে সহযোগিতা করেন নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (গবেষণাগার) শরিফুল ইসলামসহ অধিদপ্তরের কর্মচারী ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি দল।

এনএইচ/আরএডি/জিকেএস