সন্ধ্যা নামতেই বাণিজ্যমেলায় ক্রেতা-দর্শনার্থীদের ঢল
পূর্বাচলে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। গত ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করেন। মেলার শুরুতে অনেক স্টল অপ্রস্তুত ছিল। তবে এখন পুরোদমে সব স্টল চালু হয়েছে। বেড়েছে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ও।
প্রতিদিন সকাল ১০টা থেকে মেলা শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত। তবে শুক্র ও শনিবার সরকারি ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত চলছে বাণিজ্যমেলা। এবার শীতের কারণে মেলায় ক্রেতা-দর্শনার্থীর ভিড় কিছুটা কম দেখা যাচ্ছে।
তবে রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় মেলা প্রাঙ্গণ ঘুরে ভিন্নচিত্র দেখা গেছে। এদিন সরকারি ছুটির দিন না হলেও মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ঢল দেখা যায়। ঢাকার বাসিন্দাদের পাশাপাশি মেলায় ভিড় করছেন পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার ক্রেতারা। তুলনামূলক কাছে হওয়ায় পূর্বাচলের এ মেলায় নারায়ণগঞ্জের মানুষ সপরিবারে ঘুরতে আসছেন।
আরও পড়ুন: বাণিজ্যমেলায় কীভাবে যাবেন, বিআরটিসি বাস ভাড়া কত?
রোববার সরেজমিন মেলায় দেখা গেছে, সকালে দিকে মেলায় ভিড় কিছুটা কম ছিল। তবে দুপুর গড়িয়ে বিকেল হতেই বাড়তে থাকে ক্রেতা-দর্শনার্থী। সন্ধ্যায় পুরো মেলা প্রাঙ্গণ লোকে লোকারণ্য। স্টলগুলোতে উপচেপড়া ভিড় দেখা যায়।
বিভিন্ন বড় বড় কোম্পানির প্যাভিলিয়নে ক্রেতাদের আনাগোনা বাড়ে। বিক্রেতাদেরও ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। তবে এখানো পুরোদমে বেচাকেনা শুরু হয়নি বলে জানিয়েছেন বিক্রেতারা।
মেলায় সপরিবারে ঘুরতে এসেছেন রিয়াজুল হাসান নামে বেসরকারি প্রতিষ্ঠানের একজন চাকরিজীবী। তিনি জাগো নিউজকে বলেন, ‘মেলা শুরুর পর থেকে পরিবারের সবাই আসতে বায়না ধরেছেন। অফিসের কাজের চাপে আসতে পারছিলাম না। আজ অফিস শেষে সবাইকে নিয়ে ঘুরতে এলাম। কিছু কেনাকাটা আছে। পাশপাশি বিভিন্ন স্টল ঘুরে দেখছি। পরে আবার আসলে কেনা হবে।’
আরও পড়ুন: বাণিজ্যমেলায় প্রতারিত হলে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ জানানোর আহ্বান
বিল্লাস হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, সন্ধ্যার দিকে মেলা বেশি জমজমাট থাকে। প্রচুর আলোকসজ্জাও করা হয়। এটা দেখতেও ভালো লাগে। এজন্য সন্ধ্যার দিকে বন্ধুর সঙ্গে মেলায় এসেছি। ঘুরে ঘুরে দেখছি। আজকে লোকজনও বেশি।’
ব্যবসায়ী আবুল হাসেমও সপরিবারে মেলায় এসেছেন। তিনি বলেন, ‘আমি ব্যবসায়ী। সকাল থেকে দুপুর পর্যন্ত আমার প্রতিষ্ঠানে ক্রেতাদের চাপ বেশি থাকে। এজন্য ওই সময় মেলায় ঘুরতে আসা হয় না। সন্ধ্যার পর পরিবারের সবাইকে নিয়ে এসেছি।’
আরও পড়ুন: বাণিজ্যমেলায় শীতের প্রভাব, ছুটির দিনেও ক্রেতা-দর্শনার্থী কম
মেলায় স্টল থাকা বিক্রেতারা জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত মেলায় মানুষের আনাগোনা কম। বিকেলে ভিড় বাড়ে। সন্ধ্যায় ক্রেতা-দর্শনার্থী বেশি থাকে। তবে এখনো পুরোদমে কেনাবেচা শুরু হয়নি। শীত কিছুটা কমলে হয়তো আরও বেশি মানুষ মেলায় আসবে। তখন কেনাবেচাও বাড়বে।
এএএইচ/জিকেএস