বাণিজ্যমেলায় ঘোরাঘুরির ফাঁকে টিকটক-সেলফির হিড়িক
নারায়ণগঞ্জের আড়াইহাজারের বাসিন্দা খাইরুল আনোয়ার। দীর্ঘদিন বিদেশে ছিলেন তিনি। সম্প্রতি দেশে এসেছেন। কিছুদিন পর আবারও পাড়ি জমাবেন প্রবাসে। ছুটির এসময়ে পরিবার-পরিজন নিয়ে এসেছেন বাণিজ্যমেলায়। স্টল ঘুরে দেখছেন তারা। এরই ফাঁকে সবাই মিলে তুলছেন সেলফি। ঘোরাঘুরি স্মরণীয় করে রাখতেই তাদের এ সেলফিবাজি।
খাইরুল আনোয়ার জাগো নিউজকে বলেন, ‘বিদেশে থাকি। অল্প কিছুদিনের জন্য দেশে এসেছি। এরমধ্যে বাণিজ্যমেলা পেয়ে গেলাম। পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে এসেছি। দারুণ লাগছে। ঘোরাঘুরি স্মরণীয় করে রাখতে সবাই সেলফি তুলছি।’
শুধু খাইরুল আনোয়ার নন, তার মতো অসংখ্য মানুষ সপরিবারে বাণিজ্যমেলায় ঘুরতে এসেছেন। তারা স্টলে ঘোরাঘুরি, কেনাকাটার বাইরে ছবি তুলে সময় কাটাচ্ছেন। অনেকে ফেসবুক রিল ও টিকটক ভিডিও বানাচ্ছেন। তরুণ-তরুণীরা ঘোরাঘুরির ফাঁকে সেলফি ও ভিডিও করায় বেশি ব্যস্ত। তবে বয়স্করাও সেলফি তোলায় পিছিয়ে নেই।
রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ঘুরে এমন চিত্র চোখে পড়ে।
বন্ধু-বান্ধবদের নিয়ে বাণিজ্যমেলায় এসেছেন আফসানা মিমি নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তিনি বলেন, ‘গতবারও বাণিজ্যমেলায় সবাই মিলে এসেছিলাম। কিন্তু এবারের মেলা গতবারের তুলনায় বেশি জাকজমকপূর্ণ মনে হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো দেওয়া হয়। বাণিজ্যমেলায় এসেছি, তা জানান দিতে তো ছবি আপলোড দিতেই হবে। এজন্য ঘোরাঘুরির ফাঁকে ছবি তুলছি।’
রূপগঞ্জের বাসিন্দা আবুল হায়দার বলেন, ‘আগে বাণিজ্যমেলা ঢাকার ভেতরে হওয়ায় যেতে সময় লাগতো। যানজটের ভয়ে অনেক সময় যেতেই চাইতাম না। কিন্তু এখন তো মেলা বাড়ির কাছে। ফলে সবাইকে নিয়ে ঘুরতে এসেছি। আনন্দ-আড্ডায় সময় কাটালাম।’
গত ১ জানুয়ারি বাণিজ্যমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দু-তিনদিনে অনেক স্টলই অসম্পূর্ণ ছিল। তবে এখন সব স্টলই পুরোদমে চালু হয়েছে। ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ও বেড়েছে। সাপ্তাহিক ছুটির দিনে ভিড় কিছুটা বেশি দেখা গেছে।
স্টলে থাকা বিক্রেতারা বলছেন, বছরের শুরু থেকেই তীব্র শীতে মেলায় মানুষ কম আসছে। ঢাকার বাইরে থেকে মেলায় আসা মানুষের সংখ্যাও এখন পর্যন্ত কম। ফলে বিক্রিও কিছুটা কম হচ্ছে।
তবে শীত কিছুটা কমলে বাণিজ্যমেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড় বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা।
এএএইচ/জিকেএস