ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বাণিজ্যমেলায় নারীদের পছন্দ ‘সবজি কাটার’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫২ পিএম, ০৫ জানুয়ারি ২০২৩

খুব সহজেই কুচি কুচি করে কাটা হচ্ছে মুলা, আলু, শসাসহ নানা ধরনের সবজি। ঝামেলা ছাড়াই কাটা হচ্ছে পেঁয়াজ। সবই হচ্ছে চোখের পলকে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় সবজি কাটার স্টলগুলোতে মিলছে এমন দৃশ্য। ৭ থেকে ১১ ধরনের সবজি কাটার যন্ত্র প্যাকেজ করে বিক্রি হচ্ছে এক হাজার থেকে এক হাজার ২০০ টাকায়। মেলায় নারীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে পণ্যটি।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের (বিবিসিএফইসি) এক্সিবিশন সেন্টার বি-এর ভেতরে ও বাইরে সবজি কাটার যন্ত্রপাতির রয়েছে বেশ কয়েকটি স্টল। ভারতীয় এসব যন্ত্র আলাদা করে কিনলে ক্রেতাকে গুনতে হবে এক হাজার ৬০০ টাকার বেশি। তবে মেলায় প্যাকেজ মূল্যে এক হাজার টাকায় কিনতে পারছেন ক্রেতারা।

সাত থেকে ১২ ধরনের এসব যন্ত্র দিয়ে আকর্ষণীয় নকশা করে সব ধরনের সবজি কাটা যায়। এসব কাটারের মধ্যে রয়েছে- গ্রেটার, স্ক্যাপ্রার, ওয়েফার সালাদ পিলার, ভেজিটেবল স্লাইসার ইত্যাদি।

ডব্লিউ এ ইন্টারনেশন্যাল স্টলের বিক্রয় প্রতিনিধি ওয়াসিম জাগো নিউজকে বলেন, আমরা ৭ ধরনের কাটার বিক্রি করছি। আলাদাভাবে নিলে যেটার দাম পড়ছে এক হাজার ৬০০ টাকা। তবে মেলা উপলক্ষে আমরা মাত্র এক হাজার টাকায় বিক্রি করছি।

বাণিজ্যমেলায় নারীদের পছন্দ ‘সবজি কাটার’

এক্সিবিশন সেন্টার বি তে একইভাবে পণ্য বিক্রি করছে নুর ইন্টারন্যাশনাল নামের আরেকটি স্টল। এছাড়া ডিএম প্রোডাক্টস নামের আরেকটি স্টল কাটারের ৫ আইটেম ৭০০ টাকায়, ১১ আইটেম এক হাজার ২০০ টাকায় বিক্রি করছে। স্টলটির বিক্রয় প্রতিনিধি শাহাজাদা বলেন, মেলা উপলক্ষে প্যাকেজগুলোতে ৩০০ টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন ক্রেতারা।

এসব কাটার দিয়ে আলু, পেঁয়াজ, রসুন, আদা, মুলা, টমেটো, শসা, গাজর, বাঁধাকপি, শাকসহ বিভিন্ন সবজি রান্না ও খাওয়ার উপযোগী নকশা করে অল্প সময়ে কাটা যায়।

বিক্রেতারা বলছেন, এইসব কাটার দিয়ে সবজি কাটতে কোনো ঝুঁকি নেই। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন গৃহিণীরা।

আদাবর থেকে আসা গৃহিণী জাহানারা সুলতানা জাগো নিউজকে বলেন, করোনার আগে মেলা থেকে একবার কিনেছি। পণ্যগুলো কাজের। শক্তপোক্তও আছে। আবার কিনতে এলাম। যন্ত্র দিয়ে কাটার পরে সবজিগুলো অনেক সুন্দর দেখা যায়। এসব কাটার আলাদাভাবে কিনলে ৫০০-৬০০ টাকা বেশি লাগে, তাই প্যাকেজই কিনছি।

এসএম/কেএসআর/জেআইএম