ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

নির্মাণ-কাঠ-বৈদ্যুতিক পণ্যের তিনদিনের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:০৪ এএম, ২৪ নভেম্বর ২০২২

বিশ্বের সর্বাধুনিক নির্মাণ অবকাঠামো এবং কাঠ ও আসবাবপত্র সংশ্লিষ্ট শিল্পের নতুন উদ্ভাবন, প্রযুক্তি ও পণ্য নিয়ে তিন দিনব্যাপী ষষ্ঠ বাংলাদেশ বিল্ডকন, উড এবং ইলেক্ট্রিক্যাল ইন্টারন্যাশনাল এক্সপো ২০২২ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রদর্শনীর উদ্বোধন করেন। আসক ট্রেড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং ফিউচারের ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেড রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ প্রদর্শনীর আয়োজন করেছে।

তিনদিনের এই প্রদর্শনীতে থাকছে দেশ-বিদেশের ২০০টি প্রতিষ্ঠানের প্রায় দুই হাজারেরও বেশি পণ্য। যেখানে নির্মাণশিল্প সংশ্লিষ্ট বিভিন্ন ম্যাটেরিয়াল, ইকুইপমেন্ট, মেশিনারি এবং প্রযুক্তি তুলে ধরা হচ্ছে। এছাড়া কাঠ ও আসবাবপত্র শিল্প নিয়ে অন্য প্রদর্শনীতে মেশিনারি, হার্ডওয়্যার অ্যান্ড টুলস, ফিটিং অ্যান্ড ফিক্সচার, লেমিনেট, বোর্ড, কোটিং, অ্যাব্রেসিড অ্যান্ড অ্যাডেসিসহ অন্যান্য পণ্য প্রদর্শিত হচ্ছে।

প্রতিদিন বেলা ১১ থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনী শেষ হবে ২৬ নভেম্বর।

এনএইচ/ইএ/এএসএম