যোগ্য সহযোগী পেলে চট্টগ্রামে বিনিয়োগ বাড়াতে চায় জাপানি কোম্পানি
জাপানি বড় বড় প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছে দেশটির শিমিজু করপোরেশনের কর্মকর্তারা।
বুধবার (২৩ নভেম্বর) সকালে চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তারা এ কথা বলেন।
জাপানের শিমিজু করপোরেশনের কাশিওয়ামুরা আকিরা ও সাকামোটো তাকুয়া এ মতবিনিময়ে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম, চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ, মো. রকিবুর রহমান টুটুল, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, সাজির আহমেদ, মো. ইফতেখার ফয়সাল, এস এম তাহসিন জোনায়েদ, মোহাম্মদ আদনানুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণের জন্য বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্সের (বিসিই) পক্ষ থেকে তথ্যচিত্র তুলে ধরা হয়। মতবিনিময় শেষে প্রতিনিধিদল চিটাগাং চেম্বারে অবস্থিত জাপান ডেস্ক পরিদর্শন করেন।
এসময় চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশে চলমান মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ বড় বড় মেগা প্রকল্প বাস্তাবায়নে কাজ করছে জাপান।
তিনি আরও বলেন, বাংলাদেশ-জাপান ব্যবসায়িক সম্পর্ক আরও এগিয়ে নিতে চিটাগাং চেম্বার জাপান ডেস্ক চালু করেছে। এর মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীরা বিভিন্ন সেক্টরে যৌথ বিনিয়োগের প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান করতে পারবেন। উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে এ ধরনের প্রাইভেট টু প্রাইভেট বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এসময় তিনি ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশনসহ বিভিন্ন সেক্টরে দক্ষতা উন্নয়নের পাশাপাশি বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে যৌথ বিনিয়োগের আহ্বান জানান।
জাপানের শিমিজু করপোরেশনের কাশিওয়ামুরা আকিরা বলেন, জাপানি বড় বড় প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী। এক্ষেত্রে চট্টগ্রাম ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ। শিমিজু করপোরেশন চট্টগ্রামে সিভিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল সেক্টর বিশেষ করে বেসরকারি খাতে সার্বিক কনস্ট্রাকশনে বাংলাদেশের প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে কাজ করতে আগ্রহী।
তিনি চট্টগ্রামে যোগ্য সহযোগী পেলে বিনিয়োগ সম্প্রসারণ করা এবং শিমিজু করপোরেশনের কার্যালয় স্থাপনের আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ব্যবসায়ীরা বলেন, ভৌগোলিক অবস্থান এবং ক্রমবর্ধমান অবকাঠামোগত উন্নয়নের কারণে চট্টগ্রাম বিনিয়োগ ও বাণিজ্যের একটি আকর্ষণীয় অঞ্চল হিসেবে পরিণত হয়েছে।
বাংলাদেশে উন্নয়ন সহযোগিতার ধারাবাহিকতা বজায় রেখে জাপানের শিমিজু করপোরেশনের ন্যায় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ও টেকিনিক্যাল সেক্টরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন সভায় অংশগ্রহণকারী শীর্ষ ব্যবসায়ীরা।
ইকবাল হোসেন/এএএইচ