ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বর্ষসেরা উদ্যোক্তা হলেন প্রাণ-আরএফএল-এর সিইও আহসান খান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪৪ এএম, ০৬ নভেম্বর ২০২২

করপোরেট সেক্টরে অসাধারণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ‘সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২২’ অর্জন করেছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী।

‘এন্টারপ্রেনার অব দ্য ইয়ার’ (বর্ষসেরা উদ্যোক্তা) ক্যাটাগরিতে তিনি সি-স্যুট অ্যাওয়ার্ড পেয়েছেন।

শনিবার (৫ নভেম্বর) রাজধানীর হোটেল লা মেরেডিয়ানে এ অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়। এতে আহসান খান চৌধুরীর হাতে মর্যাদাপূর্ণ এ অ্যাওয়ার্ড তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে ১৬টি ক্যাটাগরিতে দেশের ১৬ জন শীর্ষ করপোরেট ব্যক্তিত্বকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। এ অ্যাওয়ার্ড শোতে প্রায় সাড়ে তিনশো ব্যবসায়ী নেতা, বিশেষজ্ঞ ও পেশাদার ব্যক্তিত্বরা অংশ নেন।

jagonews24

দেশের করপোরেট সেক্টরে সততা, শ্রেষ্ঠত্ব, বিশ্বাস ও আস্থা অর্জনে সক্ষম এবং পূর্ণাঙ্গ শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলায় সফল ব্যক্তিত্বদের এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অ্যাওয়ার্ড গ্রহণের পর আহসান খান চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশ তারুণ্যনির্ভর একটি জাতি। ক্রমবর্ধমান প্রক্রিয়ায় আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিতে উদ্যোক্তা ও ব্যবসায়ীরা ব্যাপক ভূমিকা রাখছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য উদ্যোক্তা ছড়িয়ে আছেন, তারাও দেশকে এগিয়ে নিতে সহায়তা করছেন। তাদের ভূমিকাও অনেক।’

jagonews24

আরও পড়ুন: প্রাণ-আরএফএল গ্রুপের ৫ প্রতিষ্ঠান পেল জাতীয় রপ্তানি ট্রফি

প্রাণ-আরএফএল গ্রুপের সিইও বলেন, ‘আজকে অ্যাওয়ার্ড পেয়ে আমরা সম্মানিত হলাম। আমরা আরও উৎসাহিত হবো। আমরা যেভাবে সম্মানিত হলাম, ভবিষ্যতে আরও অনেক উদ্যোক্তা সম্মানিত হবেন বলে আশা করছি।’

অ্যাওয়ার্ডপ্রাপ্ত অন্যরা হলেন—বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রূপালী হক চৌধুরী ‘সিইও এক্সিলেন্স’, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর শেহজাদ মুনিম ‘সিইও/এমডি অব দ্য ইয়ার’ (ফর বিজনেস রেভেনিও পার এন্যাম ওভার ১০০০ ক্রোর), মিরপুর সিরামিক ওয়ার্কস লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর আসিফ আরিফ তাবানি ‘সিইও/এমডি অব দ্য ইয়ার’ (ফর বিজনেস রেভেনিও পার এন্যাম ওভার ১০০ ক্রোর ৪৯৯ ক্রোর), ব্র্যাক এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর তামারা হাসান আবেদ ‘সিইও/এমডি অব দ্য ইয়ার’ (সোশ্যাল বিজনেস)।

ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও কো-ফাউন্ডার সৈয়দা আম্বারিন রেজা ‘সিইও/এমডি অব দ্য ইয়ার’ (স্টার্টআপ), ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদ ‘ইমার্জিং সিইও অব দ্য ইয়ার’।

চিফ বিজনেস অফিসার/বিজনেস ডিরেক্টর অব দ্য ইয়ার শেখ আমিনুর রহমান, চিফ বিজনেস অফিসার/চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার/করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর অব দ্য ইয়ার তৈমুর রহমান, চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড, চিফ সেলস অফিসার/সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন, সেলস ডিরেক্টর, নেসলে ডিরেক্টর অব দ্য ইয়ার অ্যান্ড স্ট্যাটেজি অফিসার, গ্রামীণফোন লিমিটেড।

চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার/হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর অব দ্য ইয়ার সৈয়দ তানভীর হোসেন, চিহ্ন হিউম্যান রিসোর্সেস অফিসার ডিভিশনাল হেড, পিপল অ্যান্ড অর্গানাইজেশন, গ্রামীণফোন লিমিটেড, চিফ মার্কেটিং অফিসার/মার্কেটিং ডিরেক্টর অব দ্য ইয়ার মোহাম্মদ ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

চিফ অপারেটিং অফিসার/অপারেশন্স ডিরেক্টর অব দ্য ইয়ার মোহাম্মদ খুরশেদ আলম, অপারেশন ডিরেক্টর, আকিজ বিল্ডিং ম্যাটেরিয়ালস, চিহ্ন টেকনোলজি অফিসার/টেকনোলজি ডিরেক্টর অব দ্য ইয়ার মোহাম্মদ আজমল হুদা, চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার, বিকাশ লিমিটেড, চিফ ফিন্যান্স অফিসার/ফিন্যান্স ডিরেক্টর অব দ্য ইয়ার জাহিদ মালিতা, সিএফও এবং ফিন্যান্স ডিরেক্টর, ইউনিলিভার বাংলাদেশ।

জানা গেছে, অ্যাওয়ার্ড আয়োজনের প্রথম সংস্করণে ৩০টি কোম্পানি থেকে ১০০ জনের অধিক নমিনেশন জমা পড়ে। বিশেষজ্ঞ জুরিবোর্ডের পর্যালোচনায় সেখান থেকে বাছাই সম্পন্ন করা হয়। এ বছর ১৬টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ১৬ জন এক্সিকিউটিভকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

আরও পড়ুন: জাতীয় রপ্তানি ট্রফি পাচ্ছে প্রাণসহ ৭২ প্রতিষ্ঠান

এবারের সি-স্যুট অ্যাওয়ার্ডের প্রযোজনায় ছিল ইউনাইটেড গ্রুপ। আয়োজনে সহযোগিতা করে টিম গ্রুপ, দ্য ডেইলি স্টার ও ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ আয়োজনের লিডারশিপ সামিটের ধারাবাহিকতায় ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২২’ অনুষ্ঠিত হয়। এটি লিডারশিপ সামিটের ষষ্ঠ আসর। এবারের আসরের মূল থিম ছিল ‘ট্রান্সফরমেটিভ হিউমেন লিডারশিপ ডিউরিং এক্সট্রা অর্ডিনারি টাইমস’।

দিনব্যাপী অনুষ্ঠিত এ সামিটে দেশ-বিদেশের বিভিন্ন বিশেষজ্ঞ এবং নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশ নেন। তারা নিজেদের অভিজ্ঞতা-নেতৃত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আয়োজনটি চারটি প্যানেল ডিসকাশন, চারটি কি-নোট সেশন ও একটি ইনসাইট সেশনের সমন্বয়ে পরিচালিত হয়।

আরডি/এএএইচ