ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

অত্যাধুনিক প্রযুক্তির ৩ ব্র্যান্ডের লিফট নিয়ে এলো আরএফএল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:১৭ পিএম, ০৪ নভেম্বর ২০২২

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপের সর্বাধুনিক তিনটি ব্র্যান্ডের লিফটসহ দেশি-বিদেশি ৪০টিরও বেশি লিফট ও এসকেলটর কোম্পানি নিয়ে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল লিফট অ্যান্ড এসকেলটর এক্সপো ২০২২’।

শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এ মেলার দ্বিতীয় দিনে লিফট নিয়ে নানা তথ্য জানতে মেলায় আসতে দেখা যায় দর্শনার্থীদের।

jagonews24

মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠান আরএফএল গ্রুপের লিফট বিভাগের চিফ অপারেটিং অফিসার মো. মইনুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘মানুষের মাঝে লিফটের পরিচিতি তুলে ধরতেই এ মেলায় অংশ নেওয়া। আমরা ফিনল্যান্ডের কোনে ব্র্যান্ডের সর্বাধুনিক লিফট আমদানি করে থাকি।’

তিনি আরও বলেন, ‘জার্মানি ও চীনের যৌথভাবে তৈরি এসআরএইচ ব্র্যান্ডও আমদানি করছি আমরা। এছাড়া দেশি প্রযুক্তিতে তৈরি লিফট নিয়ে প্রোপার্টি লিফটের পণ্যও সরবরাহ করে থাকি।’

jagonews24

এসময় মেলার আয়োজক ভির্গো কমিউনিকেশন অ্যান্ড এক্সিবিশন লিমিটেডের পরিচালক অনিতা রগুনাথ জাগো নিউজকে বলেন, ‘বাংলাদেশ একটি জনবহুল দেশ। এখানে মানুষের বসবাসের ব্যবস্থাপনা করতে গেলে লিফটের প্রয়োজনীয়তা অপরিহার্য। আমরা প্রতি দুই বছর পরপর এ এক্সিবিশনের আয়োজন করি। তবে করোনার কারণে এবার চার বছর পর আয়োজন হচ্ছে।’

jagonews24

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন ব্র্যান্ডের লিফট কোম্পানি কাঠামো দিয়ে নিজেদের লিফটের প্রদর্শনী করছে।

এএএম/এমকেআর/এমএস