মুন্নু জুটের দর বাড়ার কারণ নেই
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি মুন্নু জুট স্টাফলার্স লিমিটেড শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কোনো কারণ নেই। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানিয়েছে।
জানা জানায়, বেশ কয়েকদিন ধরেই মুন্নু জুট স্টাফলার্স লিমিটেডের শেয়ার দর বাড়ছে। বিষয়টি অস্বাভাবিক মনে করে ডিএসইর পক্ষ থেকে দর বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিকে নোটিশ প্রদান করে। নোটিশের জবাবে কোম্পানির পক্ষ থেকে দর বাড়ার কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানানো হয়েছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, গত ২১ জানুয়ারি থেকে ১১ কার্যদিবসের মধ্যে ২ দিন কমলেও ৯ কার্যদিবস বেড়েছে এ কোম্পানির শেয়ার দর। ২১ জানুয়ারি এ শেয়ার দর ছিলো ২৮৫ টাকা। আর ৭ ফেব্রুয়ারি এ শেয়ারের লেনদেন হয়েছে ৩৪৭ টাকা ৪০ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬২ টাকা ৪ পয়সা। এটাকেই অস্বাভাবিক মনে করেই ডিএসইর পক্ষ থেকে কোম্পানিকে দর বাড়ার কারন জানতে চেয়ে নোটিশ প্রদান করে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে দর বাড়ার কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য নেই। তারপরও সর্বশেষ আজ ৮ ফেব্রুয়ারি কোম্পানিটির লেনদেন হচ্ছে ৩৬৫ টাকা ৬০ পয়সা।
এসআই/জেএইচ/আরআইপি