প্রবৃদ্ধি দাঁড়াবে ৬ দশমিক ৮ শতাংশ : বাণিজ্যমন্ত্রী
এ বছর প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ ভাগ অর্জন করা সম্ভব হবে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘অ্যাট্রাকটিং অ্যান্ড রিটেইনিং ফাইন্যান্স পার্সোন্যাল ইন দ্য বাংলাদেশ পাবলিক সেক্টর` শীর্ষক রাইন্ড টেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সুশাসন ও অর্থনৈতিক জবাবদিহিতা নিশ্চিত করতে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএবি)-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশে এ সেক্টরে প্রচুর দক্ষ জনশক্তি রয়েছে। বিগত দিনের চেয়ে সরকারি ও বেসরকারি সেক্টরে হিসাবের মান অনেক উন্নত হয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি সেক্টরের ভূমিকা অনেক। সরকারি ও বেসরকারি সেক্টরে আর্থিক শৃঙ্খলা এসেছে এবং কাজের মান বৃদ্ধি পেয়েছে। দেশ এখন শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়েছে। বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। এ বছর প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ ভাগ অর্জন করা সম্ভব হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন নিয়ে শূন্য হাতে দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছিলেন। জাতির পিতার সে স্বপ্ন পূরণ করতে দেওয়া হয়নি।
১৯৭২ সালে বাংলাদেশ ২৫টি পণ্য বিশ্বের ৬৮টি দেশে রফতানি করে যে বাংলাদেশ আয় করতো মাত্র ৩৪৮ মিলিয়ন মার্কিন ডলার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের দূরদর্শিতা ও সময়োপযোগী সঠিক সিদ্ধান্তের কারণে সেই বাংলাদেশ আজ ৭২৯টি পণ্য পৃথিবীর ১৯৬টি দেশে রফতানি করে প্রায় ৩২ বিলিয়ন মার্কিন ডলার আয় করছে। দেশের ৫০ বছর পূর্তিতে ২০২১ সালে দেশের রফতানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬০ বিলিয়ন মার্কিন ডলার। শুধু তৈরি পোশাক থেকে আসবে ৫০ বিলিয়ন মার্কিন ডলার।
সে সময় বাংলাদেশের রিজার্ভ বা রেমিটেন্স ছিল না বললেই চলে, আজ দেশের রেমিটেন্স ১৬ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে এবং রিজার্ভ ২৭ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট পজেটিভ। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুঁড়ি নয়, সম্ভাবনার দেশ বলে জানান তিনি।
আইসিএবি’র প্রেসিডেন্ট কামরুল আবেদিন এফসিএ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কনফেডারেশন অফ এশিয়া অ্যান্ড প্যাসিফিক অ্যাকাউন্ট্যান্ট (সিএপিএ)-এর প্রধান নির্বাহী ব্রিয়ান ব্লোড, পরিচালক আনোয়ার উদ্দিন চৌধুরী বক্তব্য রাখেন।
পরে বাণিজ্যমন্ত্রী দৈনিক সমকাল আয়োজিত ‘সমকাল সংলাপ : ৬ দফার ৫০ বছর’ অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ৬ দফার পৃক্ষাপট, উনসত্তরের গণ অভ্যুত্থান, নির্বাচন এবং স্বাধীনতা রুদ্ধের ইতিহাস তুলে ধরেন তিনি।
দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক রেহমান সোবহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ স ম আরেফিন সিদ্দিক, কমিউনিস্ট পার্টির মোজাহেদুল ইসলাম সেলিম প্রমুখ।
এসএ/আরএস/পিআর