ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

দেশের জ্বালানি খাতে বিনিয়োগের প্রস্তাব ইরানের

প্রকাশিত: ০৯:৩৬ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

পারমানবিক শক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নে বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন ইরান সরকারের শিল্প বাণিজ্য ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ রেজা মওদুদী। একই সঙ্গে অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহের কথাও জানান তিনি।

বুধবার মতিঝিল ফেডারেশন ভবনে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে ইরান ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে এ প্রস্তাব দেন তিনি। এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সভাপতিত্ত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভাইজিসহ দুই দেশের ব্যবসায়ী নেতারা।

বৈঠককালে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য কয়েকগুণ বাড়ানোর প্রস্তাবও দেন তিনি।

বাংলাদেশের সঙ্গে ইরানের মাত্র ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে মোহাম্মদ রেজা মওদুদী বলেন, খুবই দুঃখজনক যে এটি প্রয়োজনের তুলনায় খুবই কম। আমরা এর পরিমাণ কয়েকশ বিলিয়ন ডলারে উন্নীত করতে চাই। এ জন্য সবার আগে প্রয়োজন দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটি দীর্ঘ ও মজবুত সম্পর্ক তৈরি করা।

বাণিজ্য বাড়াতে এই মুহূর্তে বাংলাদেশের যা করণীয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে সমুদ্রবন্দরগুলোর আধুনিকায়নসহ যোগযোগ ব্যবস্থার উন্নয়ন করা। একই সঙ্গে আমদানি-রফতানির ক্ষেত্রে কাস্টমস জটিলতা নিরসনসহ দুই দেশের ব্যবসায়ীদের যাতায়াতে ভিসা প্রক্রিয়া সহজ করার উপর জোর দেন তিনি।

বৈঠকে দু’দেশের শীর্ষ ব্যবসায়ীদের উদ্যোগে একটি যৌথ ব্যবসায়িক কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি। যে কমিটির কাজ হবে, দুই দেশের ব্যবসা-বাণ্যিজের উন্নয়নের একটি রূপ রেখা তৈরি করা। একই সঙ্গে বাংলাদেশ থেকে কি কি পণ্য রফতানি হতে পারে এবং ইরান থেকে কোন ধরনের পণ্য আমদানি করা যেতে পারে তার একটি তালিকা তৈরি করা।

উল্লেখ্য, ২০১৪-১৫ অর্থ বছরে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ছিলো ৬৭ দশমিক ৬৩ মিলিয়ন ডলার। যেখানে বাংলাদেশ ইরানে রফতানি করেছে ৫৯ দশমিক ৮০ মিলিয়ন ডলার, আমদানি করেছে ৭ দশমিক ৪৩ মিলিয়ন ডলালের পণ্য। বর্তমানে বাংলাদেশ থেকে পাটজাত দ্রব্য, কেমিক্যাল পণ্য ও কৃষিপণ্যসহ কয়েক ধরনের পণ্য রফতানি করে থাকে।

এসআই/এআরএস/আরআইপি