ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

এসএমই ফাউন্ডেশনের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫১ পিএম, ০৩ আগস্ট ২০২২

করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ দিতে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এনআরবিসি ব্যাংক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ‘রিভলভিং ফান্ড’ থেকে এই ঋণ দেওয়া হবে।

সম্প্রতি রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনাারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর করেন এসএমই ফাউন্ডেশনের এমডি ড. মো. মফিজুর রহমান এবং এনআরবিসি ব্যাংকের এমডি গোলাম আউলিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। আরও উপস্থিত ছিলেন শিল্প সচিব জাকিয়া সুলতানা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, এনআরবিসি ব্যাংকের সিআরএমডির প্রধান তনুশ্রী মিত্র, এসএমই অ্যান্ড এগ্রিকালচার ক্রেডিট বিভাগের প্রধান হারুনুর রশিদ প্রমুখ।

ইএআর/কেএসআর/জিকেএস