ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ইস্টার্ন লুব্রিকেন্টের মূল্য সংবেদনশীল তথ্য নেই

প্রকাশিত: ০৯:২৯ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেডের শেয়ার দর মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দেয়া এক নোটিশের জবাবে কোম্পানির পক্ষ থেকে এমনটিই জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কয়েকদিন ধরেই ইস্টার্ন লুব্রিকেন্টস  লিমিটেডের শেয়ার দর বাড়ছে। বিষয়টি অস্বাভাবিক মনে করে ডিএসইর পক্ষ থেকে দর বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিকে নোটিশ দেয়। নোটিশের জবাবে কোম্পানির পক্ষ থেকে দর বাড়ার কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানানো হয়েছে।

বিশ্লেষণে দেখা গেছে, গত ১৪ জানুয়ারি কোম্পানির শেয়ার দর ছিল ৩০০ টাকা। রোববার তা  বেড়ে দাঁড়িয়েছে ৭২৩ টাকা। মাত্র ১০ কার্যদিবসে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৪২৩ টাকা বা ৫৮ শতাংশ। এটাকেই অস্বাভাবিক মনে করেই ডিএসইর পক্ষ থেকে কোম্পানিকে দর বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ দেয়।

এসআই/এএইচ/এমএস