ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের দাবি

ডলারের বাজার অস্থির করে ফায়দা লুটছে ‘কিছু গোষ্ঠী’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৩২ পিএম, ২৮ জুলাই ২০২২

কিছু গোষ্ঠী ডলারের বাজার অস্থির করে মুনাফা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সেলিম আর এফ হোসেন বলেন, আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে আস্থার অভাব, অকার্যকারিতা ও ডলারের বাজার অস্থির করে সেখান থেকে কিছু গোষ্ঠী মুনাফা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। কোনো ব্যাংক কিংবা প্রতিষ্ঠানও এ কাজ করে থাকতে পারে।

jagonews24

সেলিম আর এফ হোসেন/ছবি: সংগৃহীত

তিনি বলেন, আন্তঃব্যাংক মুদ্রাবাজার পুনরায় সচল করে এর প্রতি আস্থা ফিরিয়ে আনতে ব্যাপকভাবে কাজ করতে হবে। ব্যবস্থা বৈদেশিক মুদ্রাবাজার ক্ষেত্রে আন্তঃব্যাংক লেনদেন চালু করতে পারলে সংকট উত্তরণ সম্ভব হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের দেওয়া নির্দেশনা মেনে চললে ডলারের বাজার স্বাভাবিক হবে

এবিবি চেয়ারম্যান আরও বলেন, সাম্প্রতিক সময়ে ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠনে জারি করা বাংলাদেশ ব্যাংকের মাস্টার সার্কুলারের ফলে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার কমবে। এর ফলে, ব্যাংকগুলোতে জবাবদিহি ও সুশাসন নিশ্চিত হবে।

‘নতুন পুনঃতফশিল নীতিমালা যুগান্তকারী পদক্ষেপ। এখানে ব্যাংকখাতকে ছাড় দেওয়া হয়নি। ঋণ পুনঃতফসিল সব দেশেই হয়, তবে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি এটার অনুমোদন দেয় না।‘

ইএআর/এসএএইচ/জেআইএম