ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ঋণ পুনঃতফসিল সিদ্ধান্ত পর্ষদকে দেওয়ায় বিএবির সাধুবাদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:০৭ পিএম, ২০ জুলাই ২০২২

ঋণ পুনঃতফসিল বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদের ওপর ছেড়ে দেওয়ায় বাংলাদেশ ব্যাংককে সাধুবাদ জানিয়েছে বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)।

বুধবার (২০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান বিএবির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।

ঋণ পুনঃতফসিল সিদ্ধান্ত ব্যাংকের হাতে দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। উপযোগী ও বাস্তবসম্মত সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত নেওয়ার ফলে সবার মঙ্গল হবে। যুগান্তকারী এ সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।

‘ব্যাংকের পর্ষদের ওপর ছেড়ে দেওয়ার ফলে এখন থেকে যার যার ব্যাংক সে কন্ট্রোল করবে। এতে আমাদের পরিশ্রম অনেক কমে যাবে। ব্যাংকের কর্ম ও রিকভারিও অনেক বেড়ে যাবে। বাংলাদেশ ব্যাংকের এ প্রজ্ঞাপনের ফলে ব্যাংকগুলোর জবাবদিহিতা বেড়ে যাবে। যারা আইন অমান্য করবে তাদের শাস্তির আওতায় আনা যাবে।’

তিনি আরও বলেন, নতুন গভর্নরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য ব্যাংকের চেয়ারম্যানরা এসেছেন। এ সময় কোনো দাবি-দাওয়া বা সংকট নিয়ে আলোচনা হয়নি।

ইএআর/জেএস/এমএস