ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বাণিজ্য মেলায় শেষ মুহূর্তে জমে উঠেছে বিকিকিনি

প্রকাশিত: ০২:০৪ পিএম, ২৯ জানুয়ারি ২০১৬

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হচ্ছে আগামী রোববার (৩১ জানুয়ারি) থেকে। মেলার শেষ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার প্রত্যেক স্টল-প্যাভিলিয়নে যেন তিল ধারণের ঠাঁই নেই। তাই ক্রেতাদের সামলাতেই যেন হিমশিম খাচ্ছে বিক্রেতারা।   

শুক্রবার সরেজমিনে দেখা গেছে,  মেলার শেষ সাপ্তাহিক ছুটির দিন সকাল থেকেই ক্রেতা-দর্শনার্থীদের পদাচারণা লক্ষ্য করা গেছে। বিকেলে দর্শনার্থীদের স্রোতে মেলায় যেন তিল ধারণের ঠাঁই নেই। ক্রেতাদের আকর্ষণে বিভিন্ন পণ্যে বিশেষ মূল্য ছাড় দিচ্ছেন বিক্রেতারা।

মেলায় সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে গৃহস্থালি বিভিন্ন পণ্যের প্রতি। মধ্যে রয়েছে প্লাস্টিকের তৈরি গৃহস্থলির পাশাপাশি রয়েছে প্রেসার কুকার, জুস মেকার, জুস ব্লেন্ডার, ওভেন, রাইস কুকার, ইস্ত্রি, ইন্ডাকশন চুলা, ফ্যানসহ নানা ধরণের ইলেক্ট্রনিক ও ইলেক্ট্রিক পণ্য।

শেষ মুহূর্তে কেনাবেচা কেমন হচ্ছে এমন প্রশ্নের জবাবে  মেলায় ‘দুরন্ত’ স্টলের ইনচার্জ মো. কামাল হোসেন জাগো নিউজকে জানান, মেলায় শেষ মুহূর্তে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। ক্রেতাদের পণ্য দিয়ে অফসর পাচ্ছি না।  

মেলায় আসা রাজধানীর কলাবাগানের বেসরকারি চাকরিজীবী হালিমা বেগম বলেন, রোববার শেষ হচ্ছে মেলা। তাই শুক্রবার ছুটির দিনে পরিবার নিয়ে কেনাকাটা করতে এসেছি। কিন্তু আজ মেলায় অনেক ভিড়। তবে মেলায় অনেক ছাড় পাওয়া যাচ্ছে।   

জামিম সুজ এর বিক্রয় কর্মী জানান, মেলার শেষ মূহুর্তে বিশেষ ছাড়ে ১৩০০ টাকায় ব্লেজার ও ১০০০ টাকায় মুদি কোর্ট বিক্রি করছি। দুই চার দিন থেকে ক্রেতাদের বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে।  

এদিকে লেক মি, গ্লোডেন রোজ, মিস ওয়ার্ড, শী, এলেক্স এবেইনসহ মেয়েদের বিভিন্ন প্রসাধনীসমগ্রী স্টল ঘুরে দেখা গেছে, বিভিন্ন প্রসাধনী সমগ্রী কিনতে তরুণীরা ভিড় জমাচ্ছে স্টলগুলোতে।

এলেক্স এবেইন স্টলের ইনচার্জ বিন্দু রহমান বলেন, লিপ স্টিক, স্কিন আই শ্যাডো, ফাউন্ডেশন, এন্টি অ্যাজাইন ফাউন্ডেশন, ফাইনিশারসহ বিভিন্ন ধরনের প্রশাসধনীতে ১০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে।  আমরা আশা করছি এবার বিক্রি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

ওয়ালটন প্রিমিয়ার প্যাভিলিয়নের ম্যানেজার মোহাম্মদ আকরামুজ্জামান অপু বলেন, ক্রেতারা যাতে এক জায়গাতেই দরকারি সব ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল হোম অ্যাপ্লায়েন্স পণ্য পান সে জন্যই সর্বোচ্চ সংখ্যক পণ্য নিয়ে এসেছে ওয়ালটন। যে প্রত্যাশা নিয়ে আমরা মেলায় অংশ নিয়েছি ক্রেতা দর্শনার্থীদের ব্যাপক সাড়া পাওয়া আমাদের সেই প্রত্যাশা পুরণ হয়েছে।

tarde  
মেলায় অংশ নেওয়া আরএফএল ইতা‌লিয়ান প্যা‌ভি‌লিয়‌নে দা‌য়িত্বরত কর্মকর্তা ব‌লেন, মেলার শেষ সময়ে ক্রেতাদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আমাদের বিক্রয় কর্মীরা পণ্য দিতে হিমশিম খাচ্ছে।  

উল্লেখ্য, ১ জানুয়ারি মাস ব্যাপি ২১ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এবারের মেলায় বাংলাদেশসহ মোট ২২টি দেশ অংশ নিয়েছে।  
 
এসআই/এএইচ

আরও পড়ুন