ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

জুলাইতে উৎপাদনে যাচ্ছে শাহজালাল সার কারখানা

প্রকাশিত: ০৩:১৮ পিএম, ২৭ জানুয়ারি ২০১৬

চলতি বছরের জুলাইতে সিলেটের ফেঞ্চুগঞ্জে স্থাপিত শাহজালাল সার কারখানা উৎপাদনে যাচ্ছে বলে সংসদকে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বুধবার বিকেলে সংসদে সরকার দলীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী এ তথ্য জানান।
 
মন্ত্রী বলেন, শিল্পমন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন সিলেটের ফেঞ্চুগঞ্জে স্থাপিত নতুন শাহজালাল সার কারখানা উৎপাদনে যাচ্ছে। এ সার কারখানায় দৈনিক ১৭৬০ মেট্রিক টন গ্রানুলার ইউরিয়া সার উৎপাদিত হবে।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে সবধরনের জুতার চাহিদা ২৫ কোটি জোড়া। উৎপাদিত হচ্ছে ২০কোটি জোড়া। চাহিদা ও উৎপাদনের পার্থক্য হলো ৫ কোটি জোড়া। দেশে উৎপাদিত জুতার চাহিদা মেটানো যাচ্ছে না বলেও সংসদকে জানান শিল্পমন্ত্রী।

এইচএস/এসকেডি