ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ভ্যাট আদায়ে র‌্যাব চান না ব্যবসায়ীরা

প্রকাশিত: ০৭:২৪ এএম, ২৭ জানুয়ারি ২০১৬

মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) চান না দেশের ব্যবসায়ীরা। বুধবার এফবিসিসিআইয়ের কর্মপরিকল্পনা-২০১৬ উপস্থাপনকালে এ কথা জানান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমাদ।

মাতলুব আহমাদ বলেন, ভ্যাট আদায়ে র‌্যাবের খবরদারি অযৌক্তিক। ভ্যাট আদায়ে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ চাই না। আমরা এক টাকার ভ্যাট দিতে গিয়ে তিন টাকার হয়রানির শিকার হতে চাই না।

তিনি আরো বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করে আমরা বলেছি ব্যবসায়ীরা ভ্যাট দিতে চায়, হয়রানির শিকার হতে চায় না। এনবিআর চেয়ারম্যান আমাদের আশ্বাস দিয়েছেন হয়রানি করবে না। তারপরও আমাদের ছোট ছোট ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে হানা দিচ্ছে, খাতাপত্র নিয়ে যাচ্ছে। তা কম্য নয়। আমাদের শান্তিমত ব্যবসা করতে না দিলে ভ্যাট দিতে পারবো না। আর ভ্যাট না দিলে দেশও এগিয়ে যেতে পারবো না।

প্রসঙ্গত, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষে অভিযান চালাতে চায়  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ জন্য প্রচলিত ভ্রাম্যমাণ আদালত আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে সংস্থাটি। বর্তমান আইনে এনবিআর ভ্যাট আদায় ও ভ্যাট ফাঁকির বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ভ্যাট ফাঁকি রোধে ভ্যাট গোয়েন্দা ইউনিট কাজ করে। আর ভ্যাট আইনের ২৪ ধারায় বলা আছে, চাইলে এনবিআর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিতে পারবে। ইতোমধ্যে ভ্রাম্যমাণ আদালত আইন সংশোধন করে র‌্যাবকে ভ্যাট আদায়ে যুক্ত করার জন্য এনবিআরের কাছে প্রস্তাব দিয়েছে র‌্যাব।

এসআই/এআরএস/পিআর