ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

‘ভর্তুকি দিতে গিয়ে বাজেটে পুঁজিবাজারের গুরুত্ব কমছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ২১ জুন ২০২২

জ্বালানি ও কৃষিসহ বিভিন্ন খাতে সরকার বিপুল পরিমাণে ভর্তুকি দেওয়ার প্রেক্ষাপটে নতুন অর্থবছরের (২০২২-২৩) প্রস্তাবিত বাজেটেও দেশের পুঁজিবাজারকে কম গুরুত্ব দেওয়া হয়েছে। এতে প্রত্যাশার প্রতিফলন হয়নি। তবে পুঁজিবাজার যেটুকু অগ্রসর হয়েছে, সেটা সরকারের সহযোগিতার কারণেই।

মঙ্গলবার (২১ জুন) বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) আয়োজিত ‘বাজেট ২০২২-২৩ ইমপ্লিমেনটেশনস ফর দ্য ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান।

তিনি বলেন, প্রতিবছর জ্বালানি, কৃষিসহ বিভিন্ন খাতে সরকারকে বিপুল পরিমাণে ভর্তুকি দিতে হয়। আমার মনে হয়, সরকার ভর্তুকি দিতে গিয়ে পুঁজিবাজারের প্রতি গুরুত্ব কম দিচ্ছে।

তিনি আরও বলেন, আমরা এখনো করোনার ধকল কাটিয়ে উঠতে পারিনি। একইসঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা বিরাজ করছে।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, শেয়ারবাজারের চলমান অবস্থায় প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বা সাপ্লাই লেভেল কমাতে হবে। একইসঙ্গে বাজারে আইপিও কমানোর খবর এলে বিনিয়োগ বাড়বে।

jagonews24

তিনি বলেন, কালো টাকা কখনোই শেয়ারবাজারে উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ হয়নি। তবে এ টাকা বিনিয়োগের সুযোগ দিলে বিনিয়োগকারীদের মধ্যে মনস্তাত্ত্বিক প্রভাব পড়বে।

বিআইসিএময়ের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার সভাপতির বক্তৃতায় বলেন, পুঁজিবাজারের উন্নয়ন সরকারের ঘোষিত বাজেট নীতিগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। মূল্যস্ফীতি, বিনিয়োগ, কর হার, করমুক্ত বিনিয়োগের সীমা ইত্যাদি পুঁজিবাজারের গতিশীলতা এবং স্থিতাবস্থা আনতে ব্যাপক ভূমিকা রাখে। একইসঙ্গে বাজেটনীতিতে উল্লেখিত প্রণোদনা বা নিরুৎসাহক নীতিসমূহ মুদ্রা বাজারের সঙ্গে পুঁজিবাজারের আন্তঃসম্পর্কের গতি-প্রকৃতিকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে থাকে।

তিনি মনে করেন, বাজেটে উল্লেখিত নীতিমালা, প্রণোদনা এবং সামষ্টিক অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্ট উদ্দীপকসমূহের বিশ্লেষণ পুঁজিবাজারে সঙ্গে সম্পর্কিত সব পর্যায়ের বিনিয়োগকারী, নীতি-নির্ধারক, এবং অংশীজনদের সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য অপরিহার্য।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএময়ের রিসার্চ কনসালটেন্ট সুবর্ণ বড়ুয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সজিব হোসাইন।

এতে আলোচক ছিলেন- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোং-এর পার্টনার স্নেহাশীষ বড়ুয়া ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি জিয়াউর রহমান।

এমএএস/এমকেআর/এএসএম