ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

দুর্বল কোম্পানির বিষয়ে সজাগ থাকতে হবে : বিএসইসি চেয়ারম্যান

প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৫ জানুয়ারি ২০১৬

আইপিওর মাধ্যমে কোনো দুর্বল কোম্পানি যাতে পুঁজিবাজারে এসে বিনিয়োগকারীদের ক্ষতি করতে না পারে বিএমবিএকে সেদিকে সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. খায়রুল হোসেন। সোমবার বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নব নির্বাচিত প্রতিনিধিরা সাক্ষাৎ করতে গেলে বিএসইসির চেয়ারম্যান এসব কথা বলেন।

একই সঙ্গে পুঁজিবাজারের রুলস রেগুলেশনের দিকেও খেয়াল রেখে বিনিয়োগকারীদের স্বার্থে কাজ করতে বিএমবিএর প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, বাজারের আইপিও মাধ্যমে কোনো কোম্পানি আনার ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই ভালো মৌল ভিত্তি সম্পন্ন কোম্পানি বাজারে আনার উপর বিএমবিএ কে কাজ করতে হবে।  

খায়রুল হোসেন বলেন, তালিকাভুক্ত কোনো কোম্পানির ডিভিডেন্ড (লভ্যাংশ) দেয়ার বিষয় খেয়াল রাখা বিএসইসির কাজ নয়। কোম্পানিগুলো আইন লংঘন করছে কিনা সেটি দেখা বিএসইসির দায়িত্ব।

বিএমবিএর উদ্দেশে তিনি বলেন, বিনিয়োগকারীদের সচেতন করতে আপনারা কিছু কর্মসূচি হাতে নিন। এতে বিএসইসির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।

এ সম্পর্কে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান বলেন, আমরা নতুন কমিটি কিছুদিনের মধ্যে একটি বৈঠকে বসবো। বৈঠকে পুঁজিবাজারের উন্নয়নে একটি পরিকল্পনা হাতে নেবো।

তিনি বলেন, বিএসইসির চেয়ারম্যান বলেছেন বাজার উন্নয়নে যেকোনো যৌক্তিক সিদ্ধান্তে আমাদেরকে তারা সহযোগিতা করবেন।

এ সময় অন্যান্যের মধ্যে বিএসইসির কমিশনার মো. আমজাদ হোসাইন, আরফি খান ছাড়াও বিএমবিএর সাধারণ সম্পাদক খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, সহ-সভাপতি মোস্তফা কামাল নাসরিন সুলতানা, কোষাধ্যক্ষ খন্দকার কায়েস হাসান, নির্বাহী কমিটির সদস্য মো. গোলাম সারোয়ার ভুঁইয়া, মাহবুব হোসেন মজুমদার, ড. মোশাররফ হোসেন, তাহিদ আহমেদ চৌধুরী, রিয়াদ মতিন, মোফাখখারুল ইসলাম উপস্থিত ছিলেন।

এসআই/এসএইচএস/পিআর