ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

কিচেন অ্যান্ড বাথের ৬০ ব্র্যান্ডের প্রদর্শনী এক ছাদের নিচে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ০২ জুন ২০২২

রাজধানীতে শুরু হয়েছে প্রথম ‘কিচেন অ্যান্ড বাথ এক্সপো বাংলাদেশ-২০২২’। বৃহস্পতিবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) ফিতা কেটে এক্সপোর উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার।

বৃহস্পতিবার শুরু হওয়া কিচেন অ্যান্ড বাথ এক্সপো বাংলাদেশ-২০২২ চলবে আগামী ৪ জুন পর্যন্ত। এক্সপোতে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, বাংলাদেশসহ নয়টি দেশের ৬০টি ব্র্যান্ড অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ উল্লা খন্দকার বলেন, সক্ষমতার সঙ্গে মানুষের নিত্য-নতুন জিনিসের প্রতি আগ্রহ অনেক বেড়েছে। আগে বাথরুম ও কিচেনের ওপর খুব একটা গুরুত্ব দেওয়া হতো না, কোনোরকম কাজটা সারতে পারলেই হতো। কিন্তু এখন এ দুটিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সবার কাছে।

তিনি বলেন, স্বাস্থ্যকর থাকার জন্য এ দুইটি জায়গা সবচেয়ে গুরুত্বপূর্ণ। করোনার পর মানুষ আরও বেশি মনোযোগ দেওয়া শুরু করেছে। বাথরুমের বিভিন্ন পণ্য যেমন কমোড মানুষ পারলে জাপান ও চীন থেকেও আনার চেষ্টা করে। তবে এসব পণ্য আমাদের দেশেও এখন তৈরি হচ্ছে, তবে এর মানের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

পণ্য প্রদর্শনীর পাশাপাশি এই এক্সপোতে স্টুডেন্ট ডিজাইন প্রতিযোগিতা, কর্মশালা, বায়ার সেলার মিটিং, ইনোভেশন এক্সচেঞ্জ ও জব সার্চের সুযোগ থাকছে। 

দেশের প্রথম ‘কিচেন অ্যান্ড বাথ এক্সপো- ২০২২’ এর প্রদর্শনীতে অংশ নিয়েছে আরএফএল গ্রুপ। প্রদর্শনীতে ‘‘RFL Kitchen & Bath Solution’’ নামে একটি প্রিমিয়াম স্টল রয়েছে আরএফএল এর।

‘কিচেন অ্যান্ড বাথ এক্সপো- ২০২২’ এর প্রদর্শনীতে আরএফএল গ্রুপ

‘কিচেন অ্যান্ড বাথ এক্সপো- ২০২২’ এর প্রদর্শনীতে আরএফএল গ্রুপ

উদ্বোধনী অনুষ্ঠানে আরএফএল-এর হেড অব মার্কেটিং মো. শরিফুল ইসলাম বলেন, মানুষের জীবনযাত্রাকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে আরএফএল কিচেন ও বাথরুমের সব সমাধান দিচ্ছে। আমাদের স্টলে উন্নতমানের রপ্তানিমুখী, বাথরুম ফিটিংস, গ্যাস স্টোভ, পাম্প, কিচেন সিঙ্ক, সিরামিক্স, টাইলস, কুকার হুড, প্রেশার কুকার, ননস্টিক কুকওয়্যার, অ্যালুমিনিয়াম ও স্টেনলেস স্টিল কুক ওয়্যারসহ সবধরনের কিচেনওয়্যার ও স্যানিটারিওয়্যার প্রদর্শন হচ্ছে।

তিন দিনব্যাপী এ এক্সপোর আয়োজন করেছে ‘ওয়েম বাংলাদেশ’। স্ট্রাটেজিক পার্টনার হিসেবে রয়েছে রিহ্যাব। সহযোগিতায় ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। মেলার প্রধান পৃষ্ঠপোষক মাই কিচেন, ভেলোরি অ্যান্ড বোর্চ, ব্যাগনো ডিজাইন, সুইস প্লাস, আরএকে সিরামিকস, নল্টে, নাদিয়া ফার্ণিচার ও গনি মার্বেলস অ্যান্ড টাইলস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার, প্রধান স্থাপত্যবিদ মির মানজুরুর রহমান, আর্কিটেক্টস রেজিওনাল কাউন্সিল এশিয়ার সভাপতি ড. আবু সায়ীদ মো. আহমেদ, তিলোত্তমা বাংলা গ্রুপ ও মাই কিচেনের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার সাজ্জাদ।

এইচএআর/এমআরএম/জেআইএম