ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

হজ কার্যক্রমে শনিবারও খোলা থাকবে ব্যাংক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ১৭ মে ২০২২

আগামী শনিবার (২১ মে) সাপ্তাহিক ছুটির দিন ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হজ ব্যবস্থাপনায় লেনদেনের সুবিধার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে। ওইদিন হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপশাখা সারাদিন খোলা রাখতে হবে।

মঙ্গলবার (১৭ মে) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা, উপশাখাসমূহে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণ পূর্বক আগামী ২১ মে সাপ্তাহিক ছুটির দিন পূর্ণ দিবস খোলার রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হলো।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এমআইএস/এএএইচ/এমএস