ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে শাইনপুকুর সিরামিক

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ১৩ মে ২০২২

পতনের মধ্য দিয়ে গত সপ্তাহ পার করেছে দেশের শেয়ারবাজার। এই পতনের বাজারে সপ্তাহজুড়ে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে শাইনপুকুর সিরামিক। গত সপ্তাহে বিনিয়োগকারীদের কাছে পছন্দের শীর্ষে ছিল কোম্পানিটির শেয়ার। ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটি।

গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই শাইনপুকুরের শেয়ারের দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করে। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বাড়ে ৫১ দশমিক ৯৪ শতাংশ। টাকার অঙ্কে যা ১১ টাকা ৯০ পয়সা বেড়েছে। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম ৩১ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ৩৩ টাকায় উঠেছে।

শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি গত ২৮ এপ্রিল চলমান হিসাব বছরের প্রথম নয় মাসের (২০২১ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নয় মাসের ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪ পয়সা।

মুনাফার মতো কোম্পানিটির লভ্যাংশের ইতিহাসও খুব একটা ভালো না। সর্বশেষ ২০২১ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের মাত্র আড়াই শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগের হিসাব বছরে কোম্পানিটি নগদ ২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

কোম্পানিটির মোট শেয়ারের ৫০ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৩৯ দশমিক ৯৬ শতাংশ। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ১০ দশমিক শূন্য ৪ শতাংশ। বিদেশিদের কাছে কোম্পানিটির কোনো শেয়ার নেই।

এদিকে, শেয়ার দাম বাড়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার কিনতে হুমড়ি খেয়ে পড়েন। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫৭ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৩১ কোটি ৫৩ লাখ ৩১ হাজার টাকা।

গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এসিআই ফরমুলেশন। এই প্রতিষ্ঠানটির শেয়ার দাম গত সপ্তাহজুড়ে বেড়েছে ৩২ দশমিক ৪৯ শতাংশ। এর পরের স্থানটিতে রয়েছে বঙ্গজ লিমিটেড। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২০ দশমিক ৮২ শতাংশ।

এছাড়া দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা বাংলাদেশ ফাইন্যান্সের ১৯ দশমিক ৮৫ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির ১৮ দশমিক ৮১ শতাংশ, স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রির ১৭ দশমিক ৪৩ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ১৬ দশমিক ৪৬ শতাংশ, ইস্টার্ণ হাউজিংয়ের ১৫ দশমিক ৭০ শতাংশ, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিংয়ের ১৫ দশমিক ৫৯ শতাংশ ও সোনারগাঁও টেক্সটাইলের ১৩ দশমিক ৭৩ শতাংশ দাম বেড়েছে।

এমএএস/এমপি/জেআইএম