পুঁজিবাজারে লেনদেনের কমেছে ৫১ কোটি টাকা
প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিন লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়ালেও এক দিনের ব্যবধানে বুধবার তা ৫১ কোটি টাকা কমেছে। এদিন উভয় বাজারে লেনদেনের সঙ্গে সূচকের পতন হয়েছে। পাশাপাশি দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর পতন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট কমে চার হাজার ৬৬৯ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়া সূচক ডিএসইএস ৫ পয়েন্ট কমে ১ হাজার ১২২ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৭৫৫ পয়েন্টে অবস্থান করছে।
দিনশেষে ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৬৬৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৫১ কোটি টাকা কম। গত কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৭২০ কোটি টাকা। ডিএসইতে ৩২৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৯ টির, কমেছে ১৯৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৫৯ পয়েন্ট কমে ৮ হাজার ৬৭৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক ৮ পয়েন্ট কমে থেকে ১ হাজার ২৯ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৭৯ পয়েন্ট কমে ১২ হাজার ৪৬৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৯৫ পয়েন্ট কমে ১৪ হাজার ২৬৯ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২৪৫ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৮ টির, কমেছে ১৫৮ টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪১ কোটি টাকা।
এসআই/এএইচ/আরআইপি
সর্বশেষ - অর্থনীতি
- ১ তথ্যপ্রযুক্তি খাতে সমন্বিত পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়ন জরুরি
- ২ লক্ষ্মীপুরে জুয়েলারি ব্যবসায়ী হত্যায় জড়িতদের শাস্তি দাবি বাজুসের
- ৩ বিজিএমইএ প্রশাসক-তাইওয়ান টেক্সটাইল ফেডারেশন প্রতিনিধিদলের বৈঠক
- ৪ সর্বাধুনিক মেশিনে আটা-ময়দা-সুজি উৎপাদন শুরু করলো প্রাণ
- ৫ রোববার থেকে ঢাকার ১৩ স্থানে ন্যায্যমূল্যে ডিম বিক্রি