ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বাণিজ্য মেলায় সেবা দিচ্ছে পাঁচ ব্যাংক

প্রকাশিত: ০২:৩৫ পিএম, ১৯ জানুয়ারি ২০১৬

বাণিজ্য মেলায় গিয়ে হরেক রকম পণ্য কিনবেন। কিন্তু আপনার সঙ্গে নগদ টাকা নেই অথবা টাকা বহনে ছিনতাইয়ের ভয় পাচ্ছেন। এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কারণ ব্যাংক আছে যেখানে টাকার অভাব নেই সেখানে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আগত ক্রেতা-দর্শনার্থীদের আর্থিক লেনদেন সহজ ও নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা দিচ্ছে সরকারি-বেসরকারি পাঁচটি বাণিজ্যিক ব্যাংক।

মেলায় মোবাইল ব্যাংকিংসহ অার্থিক জোগানের পাশাপাশি বিভিন্ন ব্যাংকিং সেবা দিতে এটিএম বুথ ও প্যাভিলিয়ন স্থাপন করে অস্থায়ী শাখা করেছে ব্যাংকগুলো।

অংশ নেয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে- সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক এবং মধুমতি ব্যাংক।

tread
এদিকে অংশ নেয়া ব্যাংকগুলোর কর্মকর্তারা জানান, ক্রেতা-দর্শনার্থীদের লেনদেনের সুবিধার কথা চিন্তা করে এ ব্যাংকিং সেবা দেয়া হচ্ছে। কেনাকাটা করতে চাহিদা মতো টাকা তোলা ও বিক্রেতাদের নগদ টাকা জমা নেওয়া হচ্ছে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত। এসব শাখায় পণ্যের ভ্যাট পরিশোধ, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর মত সেবাও পাওয়া যাচ্ছে।

পাশাপাশি এটিএম বুথের মাধ্যমে নগদ টাকাও তুলতে পারছেন মেলায় আসা ক্রেতা-দর্শনার্থীরা। একই সঙ্গে গ্রাহকের নতুন হিসাব খোলা, বিভিন্ন আমানত ও ঋণ প্রকল্প সম্পর্কেও নানা তথ্য জানানো হচ্ছে মেলায় আগত উৎসাহী দর্শনার্থীদের। এছাড়াও নিজেদের নতুন পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে ব্যাংকগুলো। মেলায় বিভিন্ন ব্যাংকিং সেবার মধ্যে এটিএম বুথ ও মোবাইল ব্যাংকিংয়ের প্রতি দর্শনার্থীদের বেশি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

কেবল বাণিজ্যিক প্রয়োজনে নয়, অনেক ব্যাংকই এসেছে কেবল নিজেদের প্রচারণার জন্য। তবে বিভিন্ন ব্যাংকিং সেবার মধ্যে এবারে বেশি জনপ্রিয়তা পেয়েছে মোবাইল ব্যাংকিং। বেশ কয়েকটি ব্যাংক নিয়মিত ব্যাংকিং এর পাশাপাশি মেলায় আগতদের জন্য দিচ্ছে এ সেবা।

/tradমেলায় অংশ নেওয়া বেসরকারি ইসলামী ব্যাংকে দায়িত্বরত সিনিয়র অফিসার মো. আবদুর রাজ্জাক জাগো নিউজকে বলেন, আমরা পঞ্চমবারের মত বাণিজ্য মেলায় অংশ নিয়েছি। ক্রেতা-দর্শনার্থীদের লেনদেনের সুবিধার্থে এটিএম বুথের মাধ্যমে নগদ টাকা উত্তোলনে সুবিধা দেওয়া হচ্ছে। নতুন হিসাব খোলা নগদ টাকা জমা ও উত্তোলনসহ আমানত ও ঋণপ্রকল্প সম্পর্কে দর্শনার্থীদের বিভিন্ন তথ্য জানানো হচ্ছে। নিরাপদ আর্থিক লেনদেন কিংবা বড় অংকের লেনদেনের ক্ষেত্রে ব্যাংকিং সেবা নিতে মেলার দর্শনার্থী ও অংশ গ্রহণকারীদের আহ্বান জানান এই ব্যাংক কর্মকর্তা।   
 
দ্বিতীয়বারের মত মেলায় অংশ নিয়েছে চতুর্থ প্রজন্মের মধুমতি ব্যাংক লিমিটেড। তারাও বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছে। নতুন হিসাব নম্বর খোলার পাশাপাশি ভিসা কার্ড সুবিধা সম্পর্কে জানতে পারছে গ্রাহকরা।

মধুমতি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. সালাউদ্দিন চৌধুরী জানান, মেলায় ব্যাংকের এই শাখায় এটিএম বুথ থেকে টাকা উত্তোলন, মধুমতি ডিপোজিট স্কিমসহ সব ধরনের হিসাব খোলা, যাবতীয় লেনদেন সম্পর্কিত ধারণা ও ঋণ প্রক্রিয়া, মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ সুবিধাভিত্তিক হিসাব, চেক বই সরবরাহ, পে-অর্ডার ইস্যু, ক্লিয়ারিং চেক গ্রহণ, কৃষি ঋণসহ ব্যাংকটির অন্যান্য সব সেবা প্রদান করা হচ্ছে।   

বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরিফিন বলেন, আমি বন্ধুদের সঙ্গে মেলায় ঘুরতে এসেছি। একটি ব্লেজার পছন্দ হয়েছে কিনতে নগদ টাকা প্রয়োজন। ডাচ্-বাংলা ব্যাংকের বুথ থেকে টাকা তুলে ব্লেজারটি কিনলাম। মেলায় এটিএম বুথ থাকায় আমি আমার পছন্দের ব্লেজারটি কিনতে পেরেছি। ভালোই লাগছে।

মেলায় যাত্রাবাড়ী থেকে আসা এক বেসরকারি চাকরিজীবী আমিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, প্রয়োজনীয় কেনাকাটা করতে মেলায় এসেছি। আমার ছেলের একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন ছিলো। ইসলামী ব্যাংকে তার জন্য একটি নতুন অ্যাকাউন্ট খুললাম। ভালোই সেবা দিচ্ছে তারা।

এসআই/একে/আরআইপি