ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২৮ পিএম, ০১ এপ্রিল ২০২২

গত সপ্তাহে দেশের ঊর্ধ্বমুখী শেয়ারবাজারে সপ্তাহজুড়ে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। এই সময়ে বিনিয়োগকারীদের কাছে পছন্দের শীর্ষে ছিল কোম্পানিটির শেয়ার। ফলে গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটি।

এ সময় কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৭ দশমিক ৯৬ শতাংশ। টাকার অঙ্কে সেটি ১৫ টাকা ৭০ পয়সা বেড়েছে। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ১০৩ টাকা ১০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৮৭ টাকা ৪০ পয়সা।

শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি সর্বশেষ ২০২০ সালের ৩১ ডিসেম্বর বিদায়ী বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। তার আগে, ২০১৯ ও ২০১৮ সালে ১২ শতাংশ, ২০১৭ ও ২০১৬ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ৪৪ কোটি ২৫ লাখ টাকা। আর শেয়ারসংখ্যা ৪ কোটি ৪২ লাখ ৫০ হাজার।

স্বল্প সংখ্যক এই শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৬০ দশমিক ১৩ শতাংশ। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৬ দশমিক শূন্য ৪ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩ দশমিক ৮৩ শতাংশ শেয়ার আছে।

এদিকে শেয়ার দাম বাড়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। ফলে গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৬ কোটি ৬৭ লাখ ২৫ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৯ কোটি ৩৩ লাখ ৪৫ হাজার টাকা।

এদিকে, গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে আছে আইপিডিসি ফাইন্যান্স। এই প্রতিষ্ঠানটির শেয়ার দাম সপ্তাহজুড়ে বেড়েছে ১৭ দশমিক ৬৬ শতাংশ। এরপর রয়েছে জনতা ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৫ দশমিক ৯৩ শতাংশ।

এছাড়া দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১৩ দশমিক ১৯ শতাংশ, ফরচুন সুজের ১২ দশমিক ৮০ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ১২ দশমিক ৬৮ শতাংশ, লাভেলো আইসক্রিমের ১২ দশমিক ৪০ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ১২ দশমিক শূন্য ৪ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পের ১১ দশমিক ৮১ শতাংশ এবং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের ১০ দশমিক ৬৯ শতাংশ দাম বেড়েছে।

এমএএস/এমপি/জিকেএস