ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

লাইসেন্স না থাকায় দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ২১ মার্চ ২০২২

পণ্যের মান সনদ (সিএম লাইসেন্স) না থাকায় পৃথক দুটি অভিযানে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার (২১ মার্চ) রাজধানীর গুলশান-২ এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ইলেকট্রিক আয়রন, গ্লাস টেবিলওয়্যার ও সিরামিক টেবিলওয়্যার সিএম লাইসেন্স ছাড়া বিক্রি ও বিতরণের অপরাধে ইন্টারন্যাশনাল হোমওয়্যারের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা।

jagonews24

অপরদিকে রাজধানীর পল্টনে একিউর এগ্রো ফুড অ্যান্ড নিউট্রিশন নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালায় বিএসটিআই। এসময় হলুদ, মরিচ, ধনিয়া ও জিরার গুঁড়া এবং মধু, ঘি ও আমদানি করা ফ্রুট কর্ডিয়েল, সস, টফি, চিপস, নারিকেল তেল, ইত্যাদি পণ্য সিএম লাইসেন্স ও ছাড়পত্র ছাড়া বিক্রি, বিতরণ-বাজারজাতের অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা হয়। একই সঙ্গে জরিমানা করা হয় ৫০ হাজার টাকা।

এনএইচ/জেডএইচ/এএসএম