ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ডিএসইতে পতনের মধ্য দিয়ে সপ্তাহ শুরু

প্রকাশিত: ১০:২২ এএম, ২৩ নভেম্বর ২০১৪

সপ্তাহের প্রথম কার্য দিবসেই লেনদেনে বড় পতন দেখলো ঢাকা স্টক এক্সচেঞ্জ। ডিএসইতে রোববার মোট লেনদেনের পরিমাণ ৩৪৮ কোটি  ৯৯ লক্ষ ৮৪ হাজার ৪০ টাকা। যা আগের দিনের চেয়ে ১৩৭ কোটি ৭০ লাখ টাকা কম।

মোট ৩০১টি কোম্পানির ৭ কোটি ৭৪ লক্ষ ৯৫ হাজার ৭৪৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।  

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬১ দশমিক ৪৯ পয়েন্ট  কমে  ৪ হাজার ৮৩৮ দশমিক ১১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২৯ দশমিক ৫৬ পয়েন্ট কমে ১ হাজার ৭৮৫ দশমিক ১৩ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ১২ দশমিক ১৮ পয়েন্ট কমে ১ হাজার ১৩৩ দশমিক ৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ৩০১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ২০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, ওয়েস্টার্ন মেরিন, যমুনা অয়েল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাঃ লিঃ, বরকতউল­াহ ইলেকট্রনিক্স, ফার্মা এইড, মেঘনা পেট্রোলিয়াম, স্কয়ার ফার্মা, জেএমআই সিরিঞ্জ, আরএসআরএম ও  কেয়া কসমেটিক্স।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, সোনালী আঁশ, ইউনাইটেড ইন্সুঃ, জেএমআই সিরিঞ্জ, প্রগ্রেসিভ লাইফ, এপেক্স স্পিনিং, ফার্মা এইড, বার্জার পেইন্ট, তাক্কাফুল ইন্সুঃ, স্টাইল ক্র্যাফট ও ন্যাশনাল পলিমার।

অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, মিথুন নিটিং, প্রাইম লাইফ, সুহৃদ টেক্সটাইল, ন্যাশনাল টিউবস, ওয়েস্টার্ন মেরিন, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাঃ লিঃ, উসমানিয়া গ্লাস, শাহাজীবাজার পাওয়ার, এক্সিম ১ম মি. ফা. ও অলটেক্স ইন্ডা।