ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

আন্তর্জাতিক নারী দিবসে ইয়ামাহার সঙ্গে নারীদের পথচলা

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৩২ পিএম, ১০ মার্চ ২০২২

‘ব্রেক দ্য বিয়াস’ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে সারাবিশ্বে। সব দেশের নারীদের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের নারী বাইকাররাও পিছিয়ে নেই কোনো দিক থেকে। সেই নারীদের সাহস যোগাচ্ছে ইয়ামাহা বাংলাদেশ।

(৮ মার্চ) দেশের সব নারী বাইকারদের নিয়ে ঢাকায় সর্ববৃহৎ র‌্যালী করলো ইয়ামাহা। সব মিলিয়ে প্রায় ১১৬টি বাইক ও ২০০ বেশি নারী বাইকার অংশ নেন এ র‌্যালীতে।

বুধবার (৯ মার্চ) ক্রিয়েটিভ কমিউনিকেশন লিমিটেডের ডিরেক্টর বিলকিস মনসুরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যালীটি ইয়ামাহার নতুন শো-রুম তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টার থেকে শুরু করে হাতিরঝিল ঘুরে আবারও ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে ফিরে আসে। যেখানে সব নারী বাইকাররা নিজেদের সম্পূর্ণ রাইডিং নিরাপত্তা নিশ্চিত করে র‌্যালীতে অংশ নেন।

শুধু ঢাকাতেই নয়, একযোগে একই দিনে আরও ৬টি জেলাতে (চিটাগাং, বরিশাল, পিরোজপুর, কুমিল্লা, রাজশাহী, ময়মনসিংহ) ইয়ামাহার উদ্যোগে র‌্যালী সম্পন্ন হয়েছে। যেখানে সব মিলিয়ে ৪০০ বেশি নারী বাইকার অংশ নেন।

এছাড়াও নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বর্তমানে স্পিড গার্ল রাইডিং ট্রেইনার হান্টের মাধ্যমে ৬৪ জেলার নারী ট্রেইনার নিয়ে কাজ শুরু করেছে ইয়ামাহা। প্রতিটি জেলায় যেসব নারীরা মোটরসাইকেল চালানোর ইচ্ছা থাকা সত্বেও প্রশিক্ষক ও সুযোগ সুবিধার অভাবে প্রশিক্ষণ নিতে পারছে না তাদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করার লক্ষ্যেই এ ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে এসিআই মটরস লিমিটেডে।

এমআইএইচ/এএসএম