ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

নারী দিবসে ভিশনের পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৩৮ পিএম, ০৮ মার্চ ২০২২

নারী দিবস উপলক্ষে পিঠাপ্রেমী নারীদের জন্য ভিশনের আয়োজনে দিনব্যাপী ‘ভিশন ব্লেন্ডার পিঠানন্দ উৎসব সিজন-৩’ চলছে। এতে অংশ নিয়েছেন বিভিন্ন বয়সী ৬০ জন নারীরা।

মঙ্গলবার (৮ মার্চ) রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন সেন্টারে সকাল সাড়ে ৯টায় শুরু হয় পিঠা উৎসব।

jagonews24

উৎসবে নিবন্ধিত ৬০ জন নারী তাদের নিজ হাতে তৈরি পিঠা নিয়ে অংশগ্রহণ করেছেন। দিনব্যাপী চলবে পিঠা খাওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উৎসবে প্রধান অতিথি হিসেবে আছেন প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের উপদেষ্টা সুপ্রিতা পাল। বিচারক প্যানেলে আছেন রন্ধন বিশেষজ্ঞ, রাহিমা সুলতানা রিতা, কল্পনা রহমান, তাসনিয়া রহমান সৃষ্টি ও জেবুন্নেসা বেগম। ডায়েটিশিয়ান হিসেবে আছেন ইসরাত জাহান।

jagonews24

উৎসবে অংশ নেওয়া নারীদের মধ্য থেকে ড্রাই ও স্টিম পিঠা, রস অথবা জুস পিঠা এবং তেলে ভাজা পিঠা- এই তিন ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে মোট ৯ জনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।

এমআইএস/এমএইচআর/জিকেএস