ইউসিবির ‘রোবোটিক প্রসেস অটোমেশন’ উদ্বোধন
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) চতুর্থ শিল্প বিপ্লবের একটি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রযুক্তি ‘রোবোটিক প্রসেস অটোমেশন’ (আরপিএ) এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।
মঙ্গলবার (১ মার্চ) ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী ‘রোবোটিক প্রসেস অটোমেশন’ এর উদ্বোধন করেন।
ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম, নাবিল মুস্তাফিজুর রহমান, আবুল আলম ফেরদৌস, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. হাবিবুর রহমান ও এটিএম তাহমিদুজ্জামানসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণের জাতীয় অঙ্গীকার ও বাংলাদেশ ব্যাংকের নীতিমালার সঙ্গে সমন্বয় রেখে ইউসিবির সামগ্রিক ডিজিটাল অভিমুখে রূপান্তরের যাত্রার অংশ হিসেবে প্রবর্তিত হয়েছে রোবোটিক প্রসেস অটোমেশন (আরপিএ)। ইউসিবি বিশ্বাস করে, সর্বোত্তম সেবার ক্ষেত্রে গ্রাহক নির্ভর ডিজিটাল সেবা দ্রুততম ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করবে।
রোবোটিক প্রসেস অটোমেশন (আরপিএ) বাস্তবায়নে ইউসিবি বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ‘‘UiPath’’ এর সঙ্গে কাজ করছে। এটির বাস্তবায়নে ভূমিকা রাখছে জেনেক্স ইনফোসিস লিমিটেড (বাংলাদেশ) ও ফিট সিসটেমস লিমিটেড (ভারত)।
এমআইএইচ/এমআরএম/এমএস