ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ভরি প্রতি স্বর্ণের দাম বাড়লো ১ হাজার ২২৪ টাকা

প্রকাশিত: ০৯:১৬ এএম, ১১ জানুয়ারি ২০১৬

দুই দফা কমার পর এবার দেশের বাজারে বাড়লো সব ধরণের স্বর্ণের দাম। নতুন দাম অনুযায়ী স্বর্ণের ভরি প্রতি দাম ১ হাজার ২২৪ টাকা পর্যন্ত বেড়েছে। স্বর্ণের নির্ধারিত নতুন এ মূল্য আগামী বুধবার থেকে কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সূত্রে এ তথ্য জানা গেছে।  

বাজুস জানায়, নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪২ হাজার ৫১৫ টাকা, ২১ ক্যারেট ৪০ হাজার ৪১৫ টাকা এবং ১৮ ক্যারেট ৩৩ হাজার ৭৬৭ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২২ হাজার ৬৮৬ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ৯৩৩ টাকা।

মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪১ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেট ৩৯ হাজার ১৯১ টাকা এবং ১৮ ক্যারেট ৩২ হাজার ৫৪২ টাকা দরে বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২১ হাজার ৪৬১ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ৮৭৪ টাকা দামে বিক্রি হবে।

এর আগে গত ৭ নভেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী ৯ নভেম্বর থেকে এবং ৩ ডিসেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী ৫ ডিসেম্বরে দাম কমিয়েছিল বাজুস। আর এক মাস পর সোনার দাম বাড়লো।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সাধারণ সম্পাদক এনামুল হক জানান, আন্তর্জাতিক বাজারে কয়েক দফা স্বর্ণের দাম বেড়েছে। তাই বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করতে দেশের বাজারে স্বর্ণের দর বাড়ানো হয়েছে।

এসআই/এআরএস/এমএস

আরও পড়ুন