দুবাইয়ে খাদ্যপণ্যের মেলায় সাড়া ফেলেছে প্রাণ
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অনুষ্ঠিত খাদ্যপণ্যের মেলা ‘গালফ ফুড ফেয়ারে’ ক্রেতাদের ভালো সাড়া পেয়েছে দেশের শীর্ষস্থানীয় খাদ্য প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘প্রাণ’। দুবাইয়ের আন্তর্জাতিক ট্রেড সেন্টারে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় প্রাণ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য প্রদর্শন করে।
প্রাণ গ্রুপের নির্বাহী পরিচালক (রপ্তানি) মিজানুর রহমান বলেন, এবারের মেলার শুরু থেকেই আমরা ভালো ক্রয়াদেশ পেয়েছি। মেলায় ৯২টি দেশের পাঁচ শতাধিক ক্রেতা আমাদের স্টল পরিদর্শন করেন এবং অনেকেই পণ্য নিতে আগ্রহ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, মেলায় রাশিয়া, ইউক্রেন, উজবেকিস্তান, মিশর, মরক্কোসহ অনেক দেশ থেকে নতুন ক্রয়াদেশ পেয়েছি। ক্রেতারা প্রাণ-এর বিস্কুট, নুডলস, অ্যালোভেরাসহ বিভিন্ন ধরনের ড্রিংকস, চকলেট, ক্যান্ডি ও কনফেকশনারি পণ্য ক্রয়ে আগ্রহ দেখিয়েছেন।
দুবাইয়ে ১৩ থেকে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গালফ ফুড ফেয়ারে প্রাণ-এর পাশাপাশি বাংলাদেশি আরও কয়েকটি প্রতিষ্ঠান অংশ নেয়।
বিএ/জিকেএস