ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

অর্ধেক জনবল দিয়ে ব্যাংক চালানোর সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২২

করোনাভাইরাসের বিস্তাররোধে অর্ধেক জনবল দিয়ে ব্যাংক চালানোর সময়সীমা বাড়িয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক জনবল নিয়ে ব্যাংক চালাতে হবে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব সাইট সুপারভিশন (ডিওএস) থেকে নতুন এ নির্দেশনা জারি করা হয়।

গত ২৪ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের এক নির্দেশনায় জানানো হয়, ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক জনবল দিয়ে ব্যাংক চলবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মতে, করোনার বিস্তাররোধে সরকারের আরোপিত বিধিনিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে রোস্টারিংয়ের মাধ্যমে অর্ধেক সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়ে ব্যাংকিং কাজ চালাতে হবে।

তবে আবশ্যকীয় ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। ব্যাংকে সেবা নিতে আসা ব্যক্তিদের অবশ্যই মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।

ইএআর/এএএইচ/জিকেএস