ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

করোনা আক্রান্ত গভর্নর ফজলে কবির

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪৫ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০২২

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (২ ফেব্রুয়ারি) থেকে তিনি বাসায় থেকে অফিস করছেন। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে বাসায় থেকে অফিস করছেন বলে জানা গেছে।

এর আগে গত ২৪ জানুয়ারি করোনাভাইরাসের বিস্তার রোধে অর্ধেক জনবল দিয়ে ব্যাংক চালাতে নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯-এর বিস্তার রোধকল্পে সরকারের দেওয়া বিধিনিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। স্বাস্থ্যবিধি অনুসরণ ক‌রে রোস্টারিংয়ের মাধ্যমে অর্ধেক সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে।

এর আগে আরেক নির্দেশনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের টিকা সনদ নেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে ব্যাংকের কর্মী ও গ্রাহকদের মাস্ক পরাসহ যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন করতে বলা হয়।

ইএআর/এমএইচআর