ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

পুঁজিবাজারে ফের দরপতন

প্রকাশিত: ১১:৪১ এএম, ০৭ জানুয়ারি ২০১৬

টানা দুদিন শেয়ারবাজারে সূচকের উত্থানের পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্য সংশোধন হয়েছে। এদিন দুই স্টক এক্সচেঞ্জেই সব ধরনের সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, বৃহস্পতিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে ৪ হাজার ৬৭৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া শরিয়া সূচক ডিএসইএস ১ পয়েন্ট কমে ১ হাজার ১২৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৭৭১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে টাকায় লেনদেন হয়েছে ৬৪৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ১২ কোটি টাকা কম। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৫৫ কোটি ৭৪ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১৩৪টির আর অপরিবর্তিত আছে ৪১টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৩ পয়েন্ট কমে ৮ হাজার ৬৮৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক দশমিক ৮৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৭ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১২ হাজার ৫৮৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫ পয়েন্ট কমে ১৪ হাজার ২৭৩ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে ৯৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে মোট ২৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ৯৯টির আর অপরিবর্তিত আছে ৪০টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৬৩ লাখ টাকা।

এসআই/এসএইচএস/এমএস