ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সিএমএসএফে ব্যাংকগুলো কত টাকা দিয়েছে জানতে চিঠি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২৭ এএম, ১৪ জানুয়ারি ২০২২

পুঁজিবাজার স্থিতিশীলকরণ তহবিলে (সিএমএসএফ) তালিকাভুক্ত ব্যাংকগুলো কী পরিমাণ অবণ্টিত (আন-ডিস্ট্রিবিউটেড) এবং অদাবিকৃত (আন-কেলেইমড) লভ্যাংশ হস্তান্তর করেছে, সেই তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এ বিষয়ে জানতে কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত সব ব্যাংককে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকের কাছে জানতে চেয়েছে, গত নভেম্বর পর্যন্ত অবণ্টিত এবং অদাবিকৃত নগদ ও বোনাস লভ্যাংশ সিএমএসএফ নামের তহবিলে হস্তান্তর করেছে। আগামী ১৮ জানুয়ারির মধ্যে এ তথ্য জানাতে হবে।

সিএমএসএফ ফান্ড পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আন-ডিস্ট্রিবিউটেড এবং আন-কেলেইমড লভ্যাংশ নিয়ে গঠিত একটি বিশেষ তহবিল। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ তহবিল গঠন করেছে। পুঁজিবাজারে দরপতন হলে তা ঠেকাতে তহবিল থেকে বিনিয়োগ করে স্থিতিশীল করতে হবে।

তবে এ তহবিলে আন-ডিস্ট্রিবিউটেড লভ্যাংশ হস্তান্তর করতে আপত্তি না থাকলেও আন-কেলেইমড বা অদাবিকৃত নগদ লভ্যাংশ হস্তান্তরে আপত্তি জানিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী এ অর্থ ব্যাংকের আমানত। এ অর্থ সংশ্লিষ্ট শেয়ারহোল্ডার ছাড়া কারো কাছে হস্তান্তরের সুযোগ নেই।

ইএআর/এএএইচ/জিকেএস