ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

লেনদেন বেড়েছে উভয় এক্সচেঞ্জে

প্রকাশিত: ০৯:২৭ এএম, ০৪ জানুয়ারি ২০১৬

নতুন বছরের দ্বিতীয় কার্যদিবস সোমবার শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকায় লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফল্ডের ইউনিটের দর পতন হলেও উল্টো চিত্র দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। তবে দুই স্টক এক্সচেঞ্জে আগের দিনের তুলোনায় বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।  

বাজার পর্যালোচনায় দেখা গেছে, সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৬১৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৭৫৬ পয়েন্টে দাঁড়ায়।

দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩৯ কোটি ৮৯ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৭৩ কোটি টাকা বেশি। রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৬৬ কোটি টাকা।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এরমধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত আছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৯৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৩১ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ৯৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সিএসই ৩০ সূচক ১ পয়েন্ট কমে ১২ হাজার ৫২১ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হয়েছে ২২২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। এরমধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত আছে ৪১টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এছাড়া সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৯ কোটি ৯৪ লাখ টাকার।

এসআই/আরএস/আরআইপি